তানভীর মোকাম্মেলের ‘১৯৭১’

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম | আপডেট: ১৩:৪৩, নভেম্বর ১৩, ২০১১

দীর্ঘ সাত বছরের গবেষণা ও শুটিং শেষে চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেল শেষ করেছেন মুক্তিযুদ্ধের উপর দীর্ঘ প্রামাণ্য চিত্র ‘১৯৭১’। প্রামাণ্য চিত্রটির দৈর্ঘ্য চার ঘন্টা। দুই পর্বে এটি প্রদর্শন করা হবে। চলতি বছরের ১৬ ডিসেম্বর  এটি মুক্তি পাচ্ছে।

প্রামাণ্যচিত্রটি নির্মাণের জন্য তানভীর মোকাম্মেল মোট আড়াইশ’ ঘণ্টা ফুটেজ ধারণ করতে হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, খুলনা, যশোর, বরিশাল ও কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন অঞ্চল এবং ভারতের কলকাতা, আগরতলা, দিল্লি এবং যেসব জায়গায় শরণার্থী শিবির ছিল সেসব স্থানে ডকুমেন্টারির শুটিং করছেন তিনি।

এই ডকুমেন্টারিটি জন্য ইউরোপ-আমেরিকার বিভিন্ন ফিল্ম আর্কাইভ ও অন্যান্য উৎস থেকে বেশ কিছু দুষ্প্রাপ্য ফুটেজ সংগ্রহ করেন তানভীর মোকাম্মেল। সাক্ষাৎকার নিয়েছেন ১৭৬ জনের। এর মধ্যে রয়েছেন মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, ছাত্রনেতা, সেক্টর কমান্ডার, গণহত্যা থেকে বেঁচে যাওয়া মানুষ, ধর্ষিতা নারী, শরণার্থী শিবিরে বসবাসকারী মানুষ ও প্রত্যক্ষদর্শী।

তানভীর মোকাম্মেলের গবেষণা, চিত্রনাট্য ও পরিচালনায় মেগা-ডকুমেন্টারি ‘১৯৭১’-এর চিত্রগ্রহণ করেছেন আনোয়ার হোসেন, সম্পাদনায় ছিলেন মহাদেব, আবহসংগীত পরিচালনা করেছেন সৈয়দ সাবাব আলী আরজু ও সহকারী পরিচালক ছিলেন উত্তম গুহ।

বাংলাদেশ ১৩৩৫, নভেম্বর ১৩, ২০১১


সম্পাদক : তৌহিদুল ইসলাম মিন্টু

ফোন: +৮৮০ ২ ৮৪৩ ২১৮১, +৮৮০ ২ ৮৪৩ ২১৮২ আই.পি. ফোন: +৮৮০ ৯৬১ ২১২ ৩১৩১ নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৬, +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪৩ ২৩৪৬
ইমেইল: [email protected] সম্পাদক ইমেইল: [email protected]
Marketing Department: +880 961 212 3131 Extension: 3039 E-mail: [email protected]

কপিরাইট © 2006-2025 banglanews24.com | একটি ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের (ইডব্লিউএমজিএল) প্রতিষ্ঠান