কোনদিন কোন মার্কেটে যাবেন না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম | আপডেট: ১৩:২৫, অক্টোবর ৩০, ২০১১

চট্টগ্রাম: উৎসব-আয়োজনকে ঘিরে কেনা পণ্যের অদল-বদল, পোশাক সেলাই করতে দেওয়া- কিংবা গহনা সরবরাহ নেওয়া কতটা জরুরি তা আর কে বুঝবে।

কিংবা সপরিবারে গেলেন কেনাকাটা করতে, কিন্তু মার্কেটের প্রধান ফটকে ঝুলছে তালা। মুহূর্তেই সবার মনটা খারাপ হওয়ার কথা।

এমনও হতে পারে নগরীর যানজট পাড়ি দিয়ে আপনি যখন পৌঁছালেন তখনই বন্ধ হয়ে যাচ্ছে মার্কেট।

তাই বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের প্রধান প্রধান মার্কেটগুলোর সাপ্তাহিক বন্ধের দিনগুলোতে চোখ বুলিয়ে নিন।

বিপণিবিতান (নিউমার্কেট): বৃহস্পতিবার অর্ধদিবস (বিকেল ৩টার পর), শুক্রবার পূর্ণ দিবস।

সেন্ট্রাল প্লাজা- জিইসি মোড়: শুক্রবার পূর্ণ দিবস, শনিবার বেলা ২টা পর্যন্ত।

মিমি সুপার মার্কেট ও আফমি প্লাজা : রোববার পূর্ণ দিবস, সোমবার বেলা ২টা পর্যন্ত।

আমীন সেন্টার- লালখান বাজার: রোববার পূর্ণ দিবস, সোমবার বেলা ২টা পর্যন্ত।

ভিআইপি টাওয়ার শপিং মল- কাজীর দেউড়ি: শনিবার পূর্ণ দিবস, রোববার বেলা ২টা পর্যন্ত।

আখতারুজ্জামান সেন্টার- আগ্রাবাদ: রোববার পূর্ণ দিবস।

সানমার ওশান সিটি: মঙ্গলবার পূর্ণ দিবস, বুধবার বেলা ১টা পর্যন্ত।

আড়ং: প্রতিদিন রাত ৮টার পর বন্ধ।

চিটাগাং শপিং কমপ্লেক্স- ষোলশহর: শুক্রবার পূর্ণ দিবস, শনিবার বিকেল ৩টা পর্যন্ত।

সিঙ্গাপুর-ব্যাংকক শপিং কমপ্লেক্স: শনিবার পূর্ণ দিবস, রোববার বেলা ২টা পর্যন্ত।

লাকি প্লাজা- আগ্রাবাদ: শুক্রবার পূর্ণ দিবস, শনিবার বেলা ২টা পর্যন্ত।

ইউনুসকো সেন্টার: বৃহস্পতিবার পূর্ণ দিবস, শুক্রবার জুমার নামাজ পর্যন্ত।

জহুর-হকার্স, তামাকুমন্ডি লেন ও টেরিবাজার: শুক্রবার পূর্ণ দিবস।

রিয়াজউদ্দিন বাজার: শুক্রবার পূর্ণ দিবস, শনিবার দুপুর ১২টা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১১৩১৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১১


ভারপ্রাপ্ত সম্পাদক : তৌহিদুল ইসলাম মিন্টু

ফোন: +৮৮০ ২ ৮৪৩ ২১৮১, +৮৮০ ২ ৮৪৩ ২১৮২ আই.পি. ফোন: +৮৮০ ৯৬১ ২১২ ৩১৩১ নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৬, +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪৩ ২৩৪৬
ইমেইল: [email protected] সম্পাদক ইমেইল: [email protected]
Marketing Department: +880 961 212 3131 Extension: 3039 E-mail: [email protected]

কপিরাইট © 2006-2025 banglanews24.com | একটি ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের (ইডব্লিউএমজিএল) প্রতিষ্ঠান