
রংপুর: রংপুরের কাউনিয়া উপজেলার হলদিবাড়ি রেলগেট এলাকায় বাসের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
কাউনিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর-রশিদ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সকালে দাদা আব্দুস সাত্তার সাক্কুকে জামালপুরে যাওয়ার জন্য কাউনিয়া স্টেশনে দোলনচাপা ট্রেনে তুলে দিতে মোটরসাইকেল রওনা দেন দুই নাতি আবুল কালাম (২৪) মো. সোলেমান মিয়া (২৭)। পথিমধ্যে রংপুর-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কের হলদিবাড়িতে ময়মনা এন্টারপ্রাইজ নামে একটি ঢাকা কোচ নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুইজন আরোহী মারা যায়।
নিহত আব্দুস সাত্তার সাক্কু জামালপুরের ইসলামপুরের চর শিশুয়া গ্রামের মৃত মহিচ উদ্দিনের ছেলে। তিনি তার ছেলেদের বাড়ি গংগাচড়া উপজেলার চর মরনেয়া গ্রামে বেড়াতে এসেছিলেন। নিহত আবুল কালাম ওই এলাকার আহাজ উদ্দিনের ছেলে ও সোলেমান মিয়া ইয়াকুব আলীর ছেলে।
ওসি আরও জানান, পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বাসটি আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, জুন ১৪, ২০১৮/আপডেট
এএটি