
‘অমর একুশে’ নতুন সংস্কারের উদ্বোধন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভাষা শহীদদের স্মরণে নির্মিত ভাস্কর্য ‘অমর একুশে’ নতুন সংস্কারের উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৫ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম এর উদ্বোধন করেন।
উদ্বোধনকালে উপাচার্য বলেন, একুশ আমাদের আবেগের বিষয়। একুশের চেতনা আমরা লালন করি। একুশ আমাদের গর্বেরও বিষয়। দীর্ঘদিন পর ভাস্কর্যটিকে সংস্কার করতে পেরে স্বস্তিবোধ করছি।
এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মঞ্জুরুল হক, অধ্যাপক আব্দুল্লাহেল ক্বাফী, অধ্যাপক বশির আহমেদ প্রমুখ।
‘অমর একুশে’ নাম পরিবর্তন করে ‘অমর একুশ’ করা হয়েছে। অসম্পূর্ন ভাস্কর্যটি ১৯৯১ সালের ২১ ফেব্রুয়ারি তৎকালীন উপাচার্য অধ্যাপক কাজী সালেহ উদ্দিন আহমেদ উদ্বোধন করেন।
বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৮
এসআরএস/