পটুয়াখালী: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শনিবার সকাল থেকে মুক্তিযোদ্ধা-ছাত্র-জনতার সমাবেশ চলছে।
যুদ্ধাপরাধীদের বিচার বাস্তবায়নে সহযোগিতা করা, জাতির কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা ও সংরক্ষণ করা, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে জাতিকে একত্রিত করা এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকারের কাছে আশু পদক্ষেপ গ্রহণ করার দাবি জানানোই এই সমাবেশের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য।
সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ বরিশাল বিভাগীয় কমিটির উদ্যোগে আয়োজিত সমাবেশ বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে সকাল পৌনে ১১টায় শুরু হয়।
বীর মুক্তিযোদ্ধা ও পবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সৈয়দ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মুক্তিযুদ্ধের উপ-প্রধান সেনাপতি সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান ও পরিকল্পনা মন্ত্রী এয়ার-ভাইস মার্শাল (অবঃ) এ কে খন্দকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সেক্টর কমান্ডারস ফোরামের সাংগঠনিক সম্পাদক ম. হামিদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক রাষ্ট্রদূত আনোয়ারলি আলম, প্রচার সম্পাদক হারুন হাবিব, চট্রগ্রাম বিভাগীয় সম্পাদক নুরুল আলম, জাতীয় সংসদের হুইপ আ. স. ম ফিরোজ, পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহাবুবুর রহমান তালুকদার, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট শওকত হোসেন হিরন, বরিশাল-১ আসনের সংসদ সদস্য তালুকদার মোঃ ইউনুস এবং সেক্টর কমান্ডারস ফোরাম বরিশাল বিভাগীয় সভাপতি শেখ কুতুব উদ্দিন আহম্মেদ।
সমাবেশে প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ’ ৭১ এর সাধারণ সম্পাদক ও সাবেক সেনাবাহিনী প্রধান লেঃ জেনারেল (অবঃ) হারুন-অর-রশীদ (বীর প্রতীক)।
বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১১