চলছে জোর প্রস্তুতি

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম | আপডেট: ১০:২২, অক্টোবর ৩১, ২০১৭
.

.

আমরা এরই মধ্যে জেনে গেছি, বর্ণিল খাদি বস্ত্রের হাজারো পণ্য নিয়ে তৃতীয় বারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘ট্রেসিমি খাদি উৎসব ২০১৭’। গত বছরগুলোর সাফল্যের ধারাবাহিকতায় আগামী ৩ ও ৪ নভেম্বর খাদি উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরা, রাজদর্শন (হল-৩)-এ। 

উৎসবের আয়োজক ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশ( এফডিসিবি)। 


দুই দিনব্যাপী ট্রেসিমি খাদি উৎসবের ফ্যাশন শো নির্ধারিত সময়ে দর্শকরা উপভোগ করবেন। কিন্তু একটি ফ্যাশন শো দর্শকের সামনে হাজির হওয়ার আগে অনেকগুলো ধাপ পার হয়ে আসতে হয়।  
স্টেজের পেছনের গল্পগুলোও বেশ লম্বা, স্পন্সর কারা থাকবেন, কোরিওগ্রাফার কে থাকবেন, কোন কোন ডিজাইনারের ড্রেস থাকবে, কোন মডেল র‌্যাম্প কিউ’তে হাঁটবেন এগুলোও ঠিক করতে হয়।

এরপর আছে মেক-আপ আর্টিস্ট কে থাকবেন, কি ধরনের মিউজিক শো চলাকালীন ব্যাকগ্রাউন্ডে বাজবে, মডেলরা হাঁটার মাঝে কে কোথায় দাঁড়াবেন, সেটটা কেমন হবে। .

এসববের জন্যই চাই পূর্ব প্রস্তুতি। খাদি উৎসব সামনে রেখে এখন চলছে জোর প্রস্তুতি।  এবারের উৎসবে এফডিসিবি'র সহ-সভাপতি এমদাদ হকের কালো গর্জিয়াস পোশাকে পাঁচটি কিউতে ১৭ জন মডেল অংশ নিচ্ছেন। এমদাদ হক বাংলানিউজকে বলেন, এবারের থিম হিসেবে তিনি গ্রিলের নকশাকে আধুনিক ভাবে উপস্থাপনের মাধ্যমে খাদি কাপড়ে বৈচিত্র্য আনার চেষ্টা করেছেন। স্টেজে বেস্ট পারফরমেন্স দিতে, এখন চলছে রিহার্সেল পর্ব।

দুই দিনব্যাপী এ ফ্যাশন উৎসবে ১৯ জন বাংলাদেশি ও ৭ জন আর্ন্তজাতিক ফ্যাশন ডিজাইনার অংশ নেবেন।
 

দেশি কাপড়ের জনপ্রিয়তা বাড়ানোর এই আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম বাংলানিউজটোয়েন্টিফোর.কম। 


ভারপ্রাপ্ত সম্পাদক : তৌহিদুল ইসলাম মিন্টু

ফোন: +৮৮০ ২ ৮৪৩ ২১৮১, +৮৮০ ২ ৮৪৩ ২১৮২ আই.পি. ফোন: +৮৮০ ৯৬১ ২১২ ৩১৩১ নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৬, +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪৩ ২৩৪৬
ইমেইল: [email protected] সম্পাদক ইমেইল: [email protected]
Marketing Department: +880 961 212 3131 Extension: 3039 E-mail: [email protected]

কপিরাইট © 2006-2025 banglanews24.com | একটি ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের (ইডব্লিউএমজিএল) প্রতিষ্ঠান