খেলাফত মজলিসের ৭ দফা প্রস্তাবনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম | আপডেট: ০৭:৫০, অক্টোবর ২৭, ২০১৭
খেলাফত মজলিস ঢাকা মহানগর আয়োজিত ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন- ছবি: শাকিল আহমেদ

খেলাফত মজলিস ঢাকা মহানগর আয়োজিত ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন- ছবি: শাকিল আহমেদ

ঢাকা: মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা বন্ধে যথাযথ পদক্ষেপ, চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ, রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে গ্রহণযোগ্য নির্বাচন পরিচালনাসহ ৭ দফা প্রস্তাবনা দিয়েছে ২০ দলীয় জোটের অন্যতম শরিক খেলাফত মজলিস বাংলাদেশ।

শুক্রবার (২৭ অক্টোবর) রাজধানী কাকরাইলে আইডিইবি মিলনায়তনে খেলাফত মজলিস ঢাকা মহানগর আয়োজিত ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে দলের আমির অধ্যক্ষ মওলানা মোহাম্মদ ইসহাক এসব প্রস্তাবনা তুলে ধরেন।

রোহিঙ্গা প্রসঙ্গে তিনি বলেন, তারা আমাদের ভাই, আমাদের মা-বোন, তাদের মৃত্যুর মুখে ঠেলে দেবেন না। আমরা প্রত্যেকে নিজেদের খাবার তাদের সঙ্গে ভাগ করে খাবো। তবুও তাদের মৃত্যুর দিকে ঠেলে দেবেন না। 

তিনি আরও বলেন, দেশে সুষ্ঠু রাজনীতির পরিবেশ নষ্ট হয়ে গেছে। বিরোধীদলের ওপর সর্বত্রই নির্যাতন মাত্রা ছাড়িয়েছে। জেল ও পুলিশি হেফাজতে বাড়ছে মৃতের সংখ্যা। এ অবস্থায় সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে দেশের জনগণ উদ্বিগ্ন। নির্বাচন কমিশন যদি সংলাপে রাজনৈতিক দলগুলোর দেওয়া প্রস্তাব অনুসরণ করে তাহলে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। 

এ সময় উপস্থিত ছিলেন- খেলাফত মজলিসের মহাসচিব ড. মোহাম্মদ আব্দুল কাদের, নায়েবে আমির সৈয়দ মজিবুর রহমান, নায়েবে আমির মওলানা সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক আহমদ আলী কাসেমী প্রমুখ। 

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
এএম/জিপি


ভারপ্রাপ্ত সম্পাদক : তৌহিদুল ইসলাম মিন্টু

ফোন: +৮৮০ ২ ৮৪৩ ২১৮১, +৮৮০ ২ ৮৪৩ ২১৮২ আই.পি. ফোন: +৮৮০ ৯৬১ ২১২ ৩১৩১ নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৬, +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪৩ ২৩৪৬
ইমেইল: [email protected] সম্পাদক ইমেইল: [email protected]
Marketing Department: +880 961 212 3131 Extension: 3039 E-mail: [email protected]

কপিরাইট © 2006-2025 banglanews24.com | একটি ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের (ইডব্লিউএমজিএল) প্রতিষ্ঠান