
অধ্যাপক ড. ফাহমিদুল হক ও অধ্যাপক ড. আবুল মনসুর আহাম্মদ
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. ফাহমিদুল হকের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় করা মামলাটি তুলে নিচ্ছেন তার সহকর্মী অধ্যাপক ড. আবুল মনসুর আহাম্মদ।
বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক একটি ফেসবুক গ্রুপে তাকে জড়িয়ে পোস্ট দেওয়ার বিষয়ে ফাহমিদুল দুঃখ প্রকাশের পর মামলাটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেন আবুল মনসুর।
রোববার (১৬ জুলাই) রাতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক মো. মফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একাডেমিক কমিটির সভায় আলোচনার প্রেক্ষিতে ড. ফাহমিদুল হক ফেসবুক গ্রুপে ড. আবুল মনসুর আহাম্মদকে জড়িয়ে লেখার বিষয়ে দুঃখ প্রকাশ করে রোববার আরেকটি পোস্ট দেন। এই প্রেক্ষিতে ড. আবুল মনসুর আহাম্মদও তার দায়ের করা ৫৭ ধারার মামলাটি প্রত্যাহার করবেন বলে সম্মতি দেন।
জানা যায়, গত ২ ও ৩ জুলাই বিভাগের মাস্টার্সের ফলাফলের দীর্ঘসূত্রিতার বিষয়ে আবুল মনসুর আহাম্মদকে জড়িয়ে একটি পোস্ট দেন ফাহমিদুল। সেই পোস্টে একাডেমিক বিষয় কলুষিত করা ও বাদীর সম্মানহানির অভিযোগ এনে ১২ জুলাই শাহবাগ থানায় ৫৭ ধারায় মামলাটি করেন ড. আবুল মনসুর।
**ঢাবির শিক্ষকের বিরুদ্ধে শিক্ষকের মামলা ৫৭ ধারায়
বাংলাদেশ সময়: ০১৫৮ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
এনটি/এইচএ/