বাংলাদেশে ভবিষ্যতের যুদ্ধে বীরত্বের জন্য ৪ খেতাব

আনোয়ারুল করিম, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম | আপডেট: ২২:৫৬, সেপ্টেম্বর ১৫, ২০১১

ঢাকা: বাংলাদেশে ভবিষ্যতে যদি কোনও যুদ্ধ হয় তবে ওই যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য চার ধরনের খেতাব দেওয়ার সিদ্ধান্ত নিয়ে রেখেছে সরকার।

এছাড়া সশস্ত্রবাহিনীসহ পুলিশ, বিজিবি, আনসার, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যদের জন্য ২৬টি নতুন পদকের প্রবর্তন করা হচ্ছে।

বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ‘সামরিক বাহিনীসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের বীরত্ব বা সাহসিকতাপূর্ণ কাজের জন্য পদকপ্রাপ্তদের আর্থিক অনুদান বৃদ্ধি সংক্রান্ত সভা’য় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বৈঠক সূত্র জানায়।

বৈঠকে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তাজুল ইসলাম এবং অন্যান্য মন্ত্রণালয় ও বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ভবিষ্যতের যুদ্ধে সশস্ত্র বাহিনীর সদস্যদের বীরত্বের জন্য নতুন ধরনের এ চারটি পদক হলো বীর সর্বোত্তম, বীর মৃত্যুঞ্জয়ী, বীর চিরঞ্জীব ও বীর দুর্জয়। তবে এ যুদ্ধ সরকারকে ঘোষণা করতে হবে।

এসব পদকের জন্য ভাতাও নির্ধারণ করা হয়েছে। এদের মাসে ভাতা দেওয়া হবে ২ থেকে ৬ হাজার টাকা।  

ভবিষ্যতে সরকারের ঘোষণা করা ‘যুদ্ধে’র জন্য এসব খেতাবের বিষয়টি অবশ্য মন্ত্রিসভার অনুমোদন নেওয়া হবে।

এদিকে মুক্তিযুদ্ধকালীন সাহসিকতা কাজের স্বীকৃতি স্বরূপ দেওয়া বীরউত্তম, বীরবিক্রম ও বীরপ্রতীক খেতাব ভবিষ্যতে আর কাউকে না দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়াদের খেতাব বণ্টনের পর দীর্ঘদিন খেতাব দেওয়া বন্ধ ছিল। আশির দশকে পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবীদের বিরুদ্ধে সাহসিকতাপূর্ণ কাজের জন্য সশস্ত্রবাহিনীর ১০৭ জনকে এ খেতাবগুলো দেওয়া হয়। এদের মধ্যে ৫ জন বীরউত্তম, ২০ জন বীরবিক্রম এবং ৮২ জন বীরপ্রতীক  খেতাব পান।

বৃহস্পতিবারের বৈঠকে মুক্তিযুদ্ধে সাহসীকতাপূর্ণ অবদানের জন্য খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সরকারের দেওয়া আর্থিক অনুদানের পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়।

বীরশ্রেষ্ঠ ৭ জনের পরিবারের জন্য মাসিক ভাতা ২০০ টাকা থেকে ১২ হাজার টাকা, বীরউত্তম ভাতা ১৫০ টাকা থেকে ১০ হাজার টাকা, বীরবিক্রমদের জন্য ভাতা ১২৫ টাকা থেকে ৮ হাজার টাকা এবং বীরপ্রতীকদের মাসিক ভাতা ১০০ টাকা থেকে বাড়িয়ে ৬ হাজার টাকা করা হয়েছে।

তবে মুক্তিযুদ্ধ ছাড়া খেতাব পাওয়াদের ক্ষেত্রে ভাতা কিছুটা কম বাড়ানো হয়েছে। এ ধরনের বীরউত্তম, বীরবিক্রম ও বীরপ্রতীকরা যথাক্রমে ৬ হাজার, ৪ হাজার ও ২ হাজার টাকা পাবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিভিন্ন বাহিনীর নতুন খেতাব:

সশস্ত্রবাহিনী এবং পুলিশ, বিজিবি, আনসার, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীদের জন্য নতুন পদক চালু করার সিদ্ধান্ত বৃহস্পতিবার বৈঠকে অনুমোদন করা হয়।

বিভিন্ন বাহিনীর সুপারিশের ভিত্তিতে এসব পদকের প্রচলন করতে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়।  

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য ৬ ধরনের পদক প্রবর্তন করা হচ্ছে। এ পদকগুলো হচ্ছে সেনাবাহিনী পদক, অসামান্য সেবা পদক, বিশিষ্ট সেবা পদক, সেনা গৌরব পদক, সেনা উৎকর্ষ পদক  ও সেনা পারদর্শিতা পদক।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্ত বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার,   বাংলাদেশ কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের জন্য প্রত্যেক বাহিনীর জন্য ৪টি পদক প্রবর্তনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

এ পদকগুলো হলো: রাষ্ট্রপতি পদক, বাংলাদেশ পদক, বাংলাদেশ পদক (সেবা) এবং রাষ্ট্রপতি পদক (সেবা)।

সশস্ত্র বাহিনীর জন্য নতুন পদকের মাসিক ভাতার পরিমাণও নির্ধারণ করা হয়েছে। সেনাবাহিনী পদকের জন্য মাসে আড়াই হাজার, অসামান্য সেবা পদকের জন্য ২ হাজার, বিশিষ্ট সেবা পদকের জন্য ১৮০০, সেনা গৌরব পদকের জন্য ১৭০০, সেনা উৎকর্ষ পদকের জন্য ১৬০০ ও সেনা পারদর্শিতা পদকের জন্য প্রতিমাসে ১৫০০ টাকা।

এসব পদকের জন্য একাকালীন অনুদান যথাক্রমে ১ লাখ, ৯০ হাজার, ৮০ হাজার, ৭০ হাজার, ৬০ হাজার এবং ৫০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

পুলিশ, বিজিবি, আনসার, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যদের পদকের জন্য প্রতি মাসে ভাতার পরিমাণ রাষ্ট্রপতি পদকের জন্য ১৫০০ টাকা, বাংলাদেশ পদকের জন্য ১ হাজার টাকা, বাংলাদেশ পদক (সেবা)’র জন্য ১৫০০ টাকা এবং রাষ্ট্রপতি পদক (সেবা)’র জন্য ১০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এই পদকপ্রাপ্তদের জন্য এককালীন যথাক্রমে ১৫ হাজার, ১০ হাজার, ১৫ হাজার এবং ১০ হাজার টাকা  দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে বৃহস্পতিবারের বৈঠক।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১১


ভারপ্রাপ্ত সম্পাদক : তৌহিদুল ইসলাম মিন্টু

ফোন: +৮৮০ ২ ৮৪৩ ২১৮১, +৮৮০ ২ ৮৪৩ ২১৮২ আই.পি. ফোন: +৮৮০ ৯৬১ ২১২ ৩১৩১ নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৬, +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪৩ ২৩৪৬
ইমেইল: [email protected] সম্পাদক ইমেইল: [email protected]
Marketing Department: +880 961 212 3131 Extension: 3039 E-mail: [email protected]

কপিরাইট © 2006-2025 banglanews24.com | একটি ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের (ইডব্লিউএমজিএল) প্রতিষ্ঠান