
সুচিন্তা বাংলাদেশের উদ্যোগে আয়োজিত জঙ্গিবাদ বিরোধী সমাবেশে অতিথিরা
চট্টগ্রাম: রাউজান মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মান্নান চৌধুরী বলেছেন, ‘মানুষ হত্যাকারীর স্থান জাহান্নামে। যদি জান্নাতে যেতে চাও তবে জঙ্গিবাদে জড়িত হওয়া যাবে না।’
রোববার (২১ মে) সকালে সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের উদ্যোগে রাউজান মহিলা আলিম মাদ্রাসায় আয়োজিত জঙ্গিবাদবিরোধী আলেম ওলামা ছাত্র সমাবেশে মুখ্য আলোচকের বক্তব্যে এসব কথা বলেন।
মোহাম্মদ আব্দুল মান্নান চৌধুরী বলেন, ‘বোমা ফাটিয়ে, গুলি ছুড়ে মানুষ হত্যা করে তোমরা জান্নাতে যেতে পারবে না। কোন আলেম ওলামা পীর মাশায়েখ বলেন নাই এই লোকটা খারাপ কাজ করতেছে তাকে মেরে ফেলো।’
তিনি আরও বলেন নিজেদের দায়িত্ব আছে এসবের বিরুদ্ধে রুখে দাড়ানো শুধু সরকারের একার দায়িত্ব না। এধরনের কাজ কর্ম আমাদের ঘরের পাশে কারা করতেছে তা খেয়াল রাখতে হবে।
সমাবেশে সভাপতির বক্তব্য দেন সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক ড. মো. আশরাফুল ইসলাম সজিব।
তিনি বলেন, জঙ্গিবাদ একটি আন্তর্জাতিক সমস্যা। বিভ্রান্ত না হয়ে জঙ্গিবাদকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে।
ড. মো. আশরাফুল ইসলাম সজিব বলেন, ‘বোমা ফাটিয়ে জান্নাতে যাওয়ার মিথ্যা প্রলোভন দেখিয়ে মানুষ হত্যা করা হচ্ছে। যেটি ইসলামে হারাম। এটি সারা বিশ্বে বিষফোঁড়া হিসেবে আর্বিভূত হয়েছে। আমি মনে করি আলেম ওলালামাদের এগিয়ে আসতে হবে। সচেতনতা সৃষ্টির মাধ্যমে জঙ্গিবাদকে মোকাবেলা করতে হবে।’
সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের কার্যকরী সদস্য মোহাম্মদ বোখারী আজমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দীন পারভেজ।
এতে বিশেষ অতিথির বক্তব্য দেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেফায়েত উল্লাহ, সংগঠনের যুগ্ম সমন্বয়ক আবু হাসনাত চৌধুরী, অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী, কার্যকরী সদস্য মো. আবু ইউসুফ, সুচিন্তার সুহৃদ জান্নাতুল বকেয়া রেখা, জাহেদুল ইসলাম চৌধুরী, রাউজান মহিলা আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মো. রায়হান উদ্দীন খান, সুচিন্তা স্টুডেন্টস অ্যান্ড ইয়ুথ উইং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সমন্বয়ক তৌহিদুল ইসলাম, ইব্রাহীম সিফাত, সুচিন্তার সুহৃদ শাহিন শুভ বিজয় প্রমুখ।
অনুষ্ঠান শুরুতে কোরআন তেলোয়াত করেন হানি বিনতে আব্দুল মান্নান। আলোচনা পর্ব শেষে জঙ্গিবাদ বিষয়ে ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রশ্নত্তোর পর্ব অনুষ্ঠিত হয়। সমাবেশে রাউজান মহিলা আলিম মাদ্রাসা ও অলিখীল দাওয়াতখোলা আলহাজ নুরুল হক দাখিল মাদ্রাসার তিন শতাধিক ছাত্রী অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, মে ২১, ২০১৭
টিএইচ/টিসি