ঢাকা: নব্য জেএমবির নারী জঙ্গি নেটওয়ার্কে সক্রিয় আরেক নারী জঙ্গি মেজর জাহিদের স্ত্রী জেবুন্নাহার এখনও ধরা-ছোঁয়ার বাইরে রয়েছে। এ নারী জঙ্গি আত্মগোপনে থেকে অন্য পলাতক জঙ্গিদের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন বলে মনে করছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছেন পুলিশ। পুলিশের দাবি, এ নারী জঙ্গিকে গ্রেফতার করতে পারলে নব্য জেএমবির পরিকল্পনা সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে। বেরিয়ে আসতে পারে গুরুত্বপূর্ণ অনেক তথ্য ও জঙ্গিদের নাম।
কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের এক কর্মকর্তা বাংলানিউজকে জানান, আজিমপুর আস্তানা থেকে গ্রেফতার তিন নারী জঙ্গি এখনও পুলিশ হেফাজতে চিকিৎসাধীন। সুস্থ হলেই তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
আজিমপুর জঙ্গি আস্তানা থেকে নব্য জেএমবির শীর্ষ নেতা নুরুল ইসলাম মারজানের স্ত্রী প্রিয়তী (২৫), নিহত জঙ্গি তানভীর কাদেরী ওরফে আব্দুল করিমের স্ত্রী আবেদাতুল ফাতেমা (২৫) ও পলাতক জঙ্গি বাশারুজ্জামানের স্ত্রী শায়লা আফরিনকে (২৩) গ্রেফতার করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নব্য জেএমবি ও সম্প্রতি সব হামলার তথ্য জানেন নিহত জঙ্গি মেজর জাহিদের স্ত্রী জেবুন্নাহার। নব্য জেএমবির শীর্ষ নেতা থেকে শুরু করে প্রায় সবার সঙ্গেই যোগাযোগ ছিলো তার। গুলশান ও শোলাকিয়া হামলার পরিকল্পনার সময় এ নারী জঙ্গি উপস্থিত ছিলেন বলে ধারণা করছেন তদন্ত সংশ্লিষ্টরা।
আজিমপুর জঙ্গি আস্তানা থেকে জেবুন্নাহারে পাসপোর্টসহ অনেক তথ্য পেলেও তাকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপ-কমিশনার মাসুদুর রহমান বাংলানিউজকে জানান, নিহত মেজর জাহিদের স্ত্রীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আজিমপুর আস্তানা থেকে গ্রেফতার তিন নারী জঙ্গির চিকিৎসা চলছে। সুস্থ হলেই তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
এরআগে ১১ সেপ্টেম্বর আজিমপুর ২০৯/৫ নম্বর বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তিন নারী জঙ্গিকে আটক করা হয়। আটকের আগে পুলিশের ওপর হামলা চালায় এই তিন নারী জঙ্গি। এক পর্যায় তারা আত্মহত্যারও চেষ্টার করে ব্যর্থ হয়। পুলিশ ওই বাসা থেকে জঙ্গি তানভীর ওরফে আব্দুল করিমের মরদেহ উদ্ধার করেন। এছাড়া উদ্ধার হয় তিন শিশু।
বাংলাদেশ সময়: ২২২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
এনএ/ওএইচ/টিআই