এবার খালেদাকে ইফতারে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম | আপডেট: ২১:৫০, জুলাই ২৭, ২০১১

ঢাকা: এবার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ইফতারে আমন্ত্রণ জানিয়েছেন বিরোধী দলের নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে।

বুধবার রাতে আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মৃণাল কান্তি দাস আমন্ত্রণ পৌঁছে দেন।

এর আগে গত মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইফতারে আমন্ত্রণ জানান বিরোধী দলের নেতা খালেদা জিয়া।

উল্লেখ্য, প্রতি বছরই প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতা উভয়ই উভয়কে আমন্ত্রণ জানান। কিন্তু তাদের কাউকেই কারো আমন্ত্রণে অংশ নিতে দেখা যায়নি।

শুধু ইফতারির অনুষ্ঠানেই নয় রাষ্ট্রীয় ও সামাজিক অনুষ্ঠানেও কেউ কারো আমন্ত্রণ রক্ষা করেন না। ফলে পুরো ব্যাপারটাই হয়ে দাঁড়ায় নিছক লোক দেখানো।
 
আগামী ৬ আগস্ট বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইফতারির আয়োজন করেছেন।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ইফতারের আমন্ত্রণ জানানো হয়েছে।

মৃণাল কান্তি দাস রাত ৯টার দিকে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র পৌছে দেন।

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহাকির শামছুর রহমান শিমুল বিশ্বাস ও বিএনপির সহ দপ্তর সম্পাদক শামীমুল রহমান শামীম আমন্ত্রণপত্র গ্রহণ করেন।

এ সময় মৃণাল কান্তি দাসের সঙ্গে ছিলেন আওয়ামী লীগ নেতা খম হাসান কবির আরিফ।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘন্টা, জুলাই ২৭, ২০১১


ভারপ্রাপ্ত সম্পাদক : তৌহিদুল ইসলাম মিন্টু

ফোন: +৮৮০ ২ ৮৪৩ ২১৮১, +৮৮০ ২ ৮৪৩ ২১৮২ আই.পি. ফোন: +৮৮০ ৯৬১ ২১২ ৩১৩১ নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৬, +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪৩ ২৩৪৬
ইমেইল: [email protected] সম্পাদক ইমেইল: [email protected]
Marketing Department: +880 961 212 3131 Extension: 3039 E-mail: [email protected]

কপিরাইট © 2006-2025 banglanews24.com | একটি ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের (ইডব্লিউএমজিএল) প্রতিষ্ঠান