
গাজীপুর: গাজীপুরে এক নারীকে হত্যার দায়ে একই পরিবারের ৩ জনের ফাঁসির রায় দিয়েছেন আদালত।
বুধবার (০৩ আগস্ট) দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূইয়া এ রায় দেন।
এছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। তবে রায় ঘোষণার সময় আসামিরা সবাই পলাতক ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- নারয়ণগঞ্জের সোনারগাঁও থানার ভবনাথপুর এলাকার মৃত মুনসুর আলীর ছেলে সিদ্দিক ভাণ্ডারি, তার স্ত্রী আয়েশা খাতুন ও ছেলে তারেক ওরফে মুরাদ হোসেন।
তারা গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ খাইলকুর এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন।
আদালত সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ খাইলকুর এলাকার মো. জমির হোসেনের স্ত্রী সাফিয়া বেগম (৬০) ২০০৮ সালের ১৪ মে বিকেলে নিখোঁজ হন। পরের দিন ভোরে বাড়ির পাশে তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের স্বামী মো. জমির হোসেন বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন।
তদন্ত করে পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে ওই তিন জনের জড়িত থাকার সম্পৃক্ততা পায়। পরে ওই তিন জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। শুনানি শেষে আদালত বুধবার এ রায় প্রদান করেন।
গাজীপুর আদালতের অতিরিক্ত পিপি মো. আতাউর রহমান খান বাংলানিউজকে বিয়ষটি জানান।
বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৬/আপডেট: ১৫২৬
জেডএস