ঈদে অন্যের সুরে তপুর গান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম | আপডেট: ১৪:১০, জুন ১৬, ২০১৬
তপু, ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

তপু, ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জনপ্রিয় সংগীতশিল্পী তপু সাধারনত নিজের কথা ও সুরেই গান করেন। নিজের বাইরে প্রিন্স মাহমুদের সুরে গেয়েছেন হাতে গোনা কয়েকটি গান। সেগুলোও বেশ জনপ্রিয়তা পেয়েছে। তপু এবার গেয়েছেন জিয়া খানের সুরে। এই গানটি থাকছে তারকাসমৃদ্ধ ঈদের একটি মিশ্র অ্যালবামে। 

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে তপু বাংলানিউজকে বলেন, ‘জিয়া ভাই দীর্ঘদিন ধরে সংগীত নিয়ে কাজ করছেন। এই গানটির সুর আমার ভীষন ভালো লেগেছে, তাই গেয়েছি। আশা করি, শ্রোতাদেরও ভালো লাগবে।’ 

তপুর গাওয়া ‘ও মন তুই’ গানটির রেকর্ডিং সম্প্রতি শেষ হয়েছে। এটি থাকছে জিয়া খানের সুরে ‘ছায়া শরীরী’ অ্যালবামে। সব গানের সংগীতায়োজন করেছেন পাভেল আরিন।

সুরকার জিয়া খান জানান, অ্যালবামের টাইটেল গান ‘ছায়া শরীরী’ গেয়েছেন আইয়ুব বাচ্চু। দীর্ঘদিন পর অন্যের সুরে গাইলেন তিনি। আইয়ুব বাচ্চু ও তপুর পাশপাশি এতে আরও গেয়েছেন বালাম, রুপম ইসলাম, রাঘব চট্টোপাধ্যায়, কোনাল ও জিয়া খান। গানগুলো লিখেছেন অনুরূপ আইচ, এম এস রানা, রবিউল ইসলাম জীবন, মোস্তফা কামাল লোটন ও কলকাতার সৌমিক দাস।  ঈদ উপলক্ষে জি সিরিজের ব্যানারে বাজারে আসবে এটি। কয়েকদিনের মধ্যে বড় আয়োজনে ‘ছায়া শরীরী’র মোড়ক উন্মোচন করা হবে বলে জানান জিয়া।

অন্যদিকে তপু জানান, ঈদে তাকে আর কোনো নতুন গানে পাওয়া যাবে না। তবে ভক্তদের উপহার দেবেন একটি মিউজিক ভিডিও। ‘পাশে থাকবে কী’ শিরোনামের গানটির ভিডিও প্রস্তুত। গানটিতে তপুর সহশিল্পী ইভা। প্রিন্স মাহমুদের ‘খেয়ালপোকা’ অ্যালবামের গান এটি। 
 
সংগীতশিল্পী তপু এখন পর্যন্ত চারটি একক অ্যালবাম প্রকাশ করেছেন। এগুলো হলো- ‘সে কে’, ‘বন্ধু ভাবো কি’, ‘আর তোমাকে’ ও ‘দেখা হবে হলে’। ‘এক পায়ে নূপুর’সহ ব্যতিক্রমী কয়েকটি জনপ্রিয় গান দিয়ে আলোচনায় আসেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, জুন ১৬, ২০১৬
এসও  

 


সম্পাদক : তৌহিদুল ইসলাম মিন্টু

ফোন: +৮৮০ ২ ৮৪৩ ২১৮১, +৮৮০ ২ ৮৪৩ ২১৮২ আই.পি. ফোন: +৮৮০ ৯৬১ ২১২ ৩১৩১ নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৬, +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪৩ ২৩৪৬
ইমেইল: [email protected] সম্পাদক ইমেইল: [email protected]
Marketing Department: +880 961 212 3131 Extension: 3039 E-mail: [email protected]

কপিরাইট © 2006-2025 banglanews24.com | একটি ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের (ইডব্লিউএমজিএল) প্রতিষ্ঠান