গোয়ালন্দ (রাজবাড়ী): রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া পতিতালয়ে অভিযান চালিয়ে শুক্রবার সকালে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে উদ্ধার করেছে নারায়ণগঞ্জ র্যাব-১১।
গোয়ালন্দ ঘাট থানার ওসি আবুল বাসার বাংলানিউজকে জানান, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ওই স্কুলছাত্রী কিছুদিন আগে নারায়ণগঞ্জে তার বড় ভগ্নিপতির বাড়িতে বেড়াতে আসে। সেখানে সে দৌলতদিয়া পতিতাপল্লীর নারী পাচারকারী চক্রের সদস্য এক পতিতার খপ্পরে পড়ে। ওই পতিতা তাকে দু’সপ্তাহ আগে পল্লীর সাথী বাড়িওয়ালীর কাছে বিক্রি করে দেয়। গত দু’সপ্তাহ ধরে তাকে দিয়ে জোরপুর্বক দেহ ব্যবসা করানো হচ্ছিলো।
গোপান সূত্রে খবর পেয়ে ওই ছাত্রীর আত্মীয়রা নারায়ণগঞ্জ র্যাবকে জানায়। পরে র্যাব শুক্রবার ভোরে পতিতালয়ে অভিযান চালিয়ে ছাত্রীকে উদ্ধার করে। এব্যাপারে কাউকে আটক করা হয়নি।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জুলাই ০৮, ২০১১