মৌলভীবাজার: মৌলভীবাজার জেলা বিএনপির বিবাদমান দু’গ্রুপের ঐক্যপ্রক্রিয়া নিয়ে কেন্দ্রীয় নেতাদের দীর্ঘ রুদ্ধদ্বার বৈঠক কার্যত কোন সিদ্বান্ত ছাড়াই শেষ হয়েছে।
কেন্দ্রীয় বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক ও মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক খালেদা রব্বানী মঙ্গলবার রাতে বাংলানিউজকে জানান, সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত মৌলভীবাজার শহরের বেলাল কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে বৈঠকে বসেন বিএনপির ভাইস-চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দীন আহমেদ বীরবিক্রম, শমশের মবিন চৌধুরী ও কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডা.সাখাওয়াত হোসেন জীবন।
সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর বৈঠকে উপস্থিত থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি বৈঠকে যোগ দেননি।
জানা গেছে, বৈঠকে সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী, বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক খালেদা রব্বানী, জেলা বিএনপির সভাপতি নাসের রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী ও আবেদ রাজা উপস্থিত ছিলেন।
বৈঠকে মৌলভীবাজার জেলা বিএনপির পুর্ণাঙ্গ কমিটি গঠন ও দু’গ্রুপের প্রকট কোন্দল নিরসনের বিষয়ে দীর্ঘ আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী রাতে বাংলানিউজকে বলেন, ‘ওই বৈঠকে আমি, খালেদা রব্বানী ও এবাদুর রহমান চৌধুরী মৌলভীবাজার জেলা বিএনপির বর্তমানের দুই সদস্যের কমিটি বাতিল করে কাউন্সিলের মাধ্যমে জেলা কমিটি করার দাবি জানিয়েছি। এছাড়া জেলা বিএনপির কোন কর্মকা- না থাকার বিষয়েও আলোচনা হয়েছে।’
সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী বলেন, ‘জেলা কমিটির বিষয়ে বৈঠকে কোন সিদ্বান্ত হয়নি। নেতারা শুধু আন্দোলনে ঐক্যবন্ধ থাকতে জেলা বিএনপির নেতাদের নির্দেশনা দিয়েছেন।’
বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, জুন ২৮, ২০১১