
রাশেদীন ফয়ছল
সিলেট: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘ ১৩ দিন মৃত্যুর সঙ্গে লড়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন সিলেটের সাংবাদিক রাশেদীন ফয়ছল (ইন্নালিল্লাহি...রাজিউন)।
শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
রাশেদীন ফয়সল স্থানীয় অনলাইন নিউজপোর্টাল সিলেটভিউ২৪.কম’র নিজস্ব প্রতিবেদক ছিলেন। তার নামাজের জানাজা রোববার (২৬ জুলাই) বেলা ১১টায় মোগলাবাজার কোনারচর গ্রামের নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।
গত ১৩ জুলাই দুপুরে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইরচক নামক স্থানে সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনায় ফয়সলের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। উন্নত চিকিৎসার জন্য ওইদিন রাতেই তাকে ঢাকা মহানগর হাসপাতালে ভর্তি করা হয়। তিনদিন চিকিৎসা শেষে তাকে স্থানান্তর করা হয় সোহরাওয়ার্দী হাসপাতালে। মৃত্যুর আগে পর্যন্ত তিনি ওই হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন।
সাংবাদিক রাশেদীন ফয়ছলের অকাল প্রয়াণে শোক প্রকাশ করেছে সিলেট জেলা প্রেসক্লাব ও প্রেসক্লাব ফাউন্ডেশন।
এছাড়া জাতীয় সংসদে বিরোধীদলীয় হুইপ ও সিলেট-৫ আসনের সংসদ সদস্য সেলিম উদ্দিন, সিলেট-৩ আসনের সংসদ ইয়াহইয়া চৌধুরী এহিয়া, সিলেট-হবিগঞ্জের সংরক্ষিত নারী আসনের সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, জাতীয় পার্টি, সিলেট জেলা ও মহানগর ছাত্রদল, সিলেট গণজাগরণ মঞ্চ, মানবাধিকার সাংবাদিক কমিশনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শোক জানিয়েছেন।
তারা ফয়সালের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বাংলাদেশ সময়: ০১৫৬ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
এএএন/এএ