
টাঙ্গাইল: টাঙ্গাইলের দেলদুয়ারের নাটিয়াপাড়া এলাকায় ট্রাকচাপায় অজ্ঞাতপরিচয় (৩৫) এক মাটি কাটা শ্রমিক নিহত হয়েছেন।
রোববার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁন মিয়া বাংলানিউজকে জানান, সকালে মহাসড়কের নাটিয়াপাড়া এলাকায় অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি রাস্তায় মাটি কাটছিলেন। এ সময় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ (টামেক) হাসপাতাল মর্গে পাঠায়।
বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
এএটি/পিসি