বকশিবাজার এলাকায় যান চলাচল বন্ধ

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম | আপডেট: ১১:৫১, এপ্রিল ৫, ২০১৫
ছবি: কাশেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি: কাশেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে রাজধানীর বকশিবাজারের ঢাকা আলিয়া মাদরাসা মাঠের অস্থায়ী আদালত চত্বরের আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

রোববার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে খালেদার আদালতে উপস্থিত হওয়ার অনেক আগে থেকেই বকশিবাজারকেন্দ্রিক পলাশী মোড় থেকে ফুলবাড়িয়া, জগন্নাথ হল থেকে উর্দু রোড এবং ঢাকেশ্বরী থেকে চাঁনখারপুল এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ওই এলাকা দিয়ে গমনাগমন কম দেখা যায় জনসাধারণেরও।

এমনকি আগেকার হাজিরাগুলোতে বকশিবাজারের কাছে বদরুন্নেসা কলেজ সংলগ্ন সড়কে দলের নেতাকর্মীদের সমাগম দেখা গেলেও রোববার তাদেরও দেখা যায়নি।

গত ২৪ ডিসেম্বর খালেদা হাজিরা দিতে তার গাড়িবহর নিয়ে আদালতে প্রবেশকালে বকশিবাজার মোড়ে ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিএনপি নেতাকর্মীরা। রোববার এই মোড়েও বিপুলসংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।

রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইব্রাহীম জানান, ‍আদালত চত্বর এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির ‍আশঙ্কা নেই। প্রতিটি গলিতে-মোড়ে পোশাকধারী আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি সাদা পোশাকধারী সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

এদিকে, রাজনৈতিক কার্যালয় ছেড়ে খালেদা জিয়ার আদালতে হাজিরা দিতে যাওয়া নির্বিঘ্ন করতে গুলশান থেকে মহাখালী, ফার্মগেট, কারওয়ান বাজার ও বকশিবাজার পর্যন্ত সড়কেও যান চলাচল বন্ধ রাখা হয়। এ কারণে এসব এলাকায় ব্যাপক যানজট লক্ষ্য করা গেছে।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৫
এইচএ


ভারপ্রাপ্ত সম্পাদক : তৌহিদুল ইসলাম মিন্টু

ফোন: +৮৮০ ২ ৮৪৩ ২১৮১, +৮৮০ ২ ৮৪৩ ২১৮২ আই.পি. ফোন: +৮৮০ ৯৬১ ২১২ ৩১৩১ নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৬, +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪৩ ২৩৪৬
ইমেইল: [email protected] সম্পাদক ইমেইল: [email protected]
Marketing Department: +880 961 212 3131 Extension: 3039 E-mail: [email protected]

কপিরাইট © 2006-2025 banglanews24.com | একটি ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের (ইডব্লিউএমজিএল) প্রতিষ্ঠান