ধামরাইয়ে অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম | আপডেট: ১৯৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

ধামরাই (ঢাকা): ধামরাইয়ের রঘুনাথপুর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ মমতাজ বেগমের অপসারণ ও কলেজের প্রতিষ্ঠাতা তার স্বামী ডা. আমিনুর রহমানের দুর্নীতি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন করেছে কলেজের শিক্ষক-কর্মচারীরা। 

রোববার (২২ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা চত্ত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত  হয়।
 
মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- ওই কলেজের সহকারী অধ্যাপক মাসুদুর রহমান, প্রভাষক নজরুল ইসলাম, প্রভাষক মোহাম্মদ মোর্শেদ, মোকলেস উর রহমান, শহীদুল ইসলাম, সহকারী লাইব্রেরিয়ান মোতালেব মোল্লা, অফিস সহকারী কাম হিসাব রক্ষক নিতাই চন্দ্র সরকার, ল্যাব সহকারী তোফায়েল হোসেন, আলেয়া বেগম প্রমুখ।

কলেজের শিক্ষক-কর্মচারীরা বাংলানিউজকে জানান, ২০০৩ সালে ডা. আমিনুর রহমান ধামরাইয়ের রঘুনাথপুর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজটি প্রতিষ্ঠা করেন এবং তার স্ত্রী ভালুম আতাউর রহমান খান স্কুল ও কলেজের বাংলা শিক্ষক মমতাজ বেগমকে ওই কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করান।

পরবর্তীতে  কলেজটি ২০০৪ সালে এমপি ভুক্ত হওয়ার পর দুর্নীতি-অনিয়মের মাধ্যমে অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা মিলে বিভিন্ন খাতের প্রায় এক কোটি পাঁচ লাখ টাকা আত্মসাৎ করেন।

এরপর কলেজের শিক্ষক-কর্মচারীরা তাদের দুর্নীতি ও অনিয়েমর প্রতিবাদ করায় কলেজ অধ্যক্ষ ক্ষিপ্ত হয়ে গত ১১ মাস ধরে ওই শিক্ষক-কর্মচারীদের বেতন-বোনাস দেওয়া বন্ধ করে দিয়ে সাময়িক বরখাস্ত করেছেন। বর্তমানে তারা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।
 
মানববন্ধন ও বিক্ষোভ শেষে ঢাকা জেলা প্রশাসক ও ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অধ্যক্ষ ও তার স্বামী কলেজের প্রতিষ্ঠাতার অপসারণ ও অর্থআত্মসাতের অভিযোগ করেন।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫


সম্পাদক : জুয়েল মাজহার

ফোন: +৮৮০ ২ ৮৪৩ ২১৮১, +৮৮০ ২ ৮৪৩ ২১৮২ আই.পি. ফোন: +৮৮০ ৯৬১ ২১২ ৩১৩১ নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৬, +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪৩ ২৩৪৬
ইমেইল: [email protected] সম্পাদক ইমেইল: [email protected]
Marketing Department: +880 961 212 3131 Extension: 3039 E-mail: [email protected]

কপিরাইট © 2006-2024 banglanews24.com | একটি ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের (ইডব্লিউএমজিএল) প্রতিষ্ঠান