
ছবি: সংগৃহীত
ঢাকা: বড় তারকাদের কত ঘটনাই না উঠে আসে। আর সমর্থকদের নানা জিজ্ঞাসাও থাকে তাদের প্রিয় তারকাদের কাছে। আর এমন তারকা যদি হয় শত কোটি ভক্তের হৃদয়ে মোড়ানা লিওনেল মেসির নাম। হ্যা, সম্প্রতি মেসি ও বার্সেলোনার ফুটবলারদের নিয়ে ভিন্ন একটি তথ্য প্রকাশ করেছে বার্সা।
আর এ তথ্যে উঠে এসেছে আর্জেন্টাইন অধিনায়ক বার্সায় সবচেয়ে কম দৌড়ানো ফুটবলার(অলস)। তবে এদিকে আরো একটি তথ্যে পাওয়া গেছে মেসি কাতালান ক্লাবটির সবচেয়ে দ্রুততম ফুটবলার।
চারবারের ব্যালন ডি’অর জয়ী বার্সায় তার সতীর্থদের থেকে সব চেয়ে কম দৌড়ায়। তার প্রতিটি ম্যাচে দৌড়ানোর গড় হচ্ছে আট কিলোমিটার। যা দলে সবচেয়ে বেশি দৌড়ানো ফুটবলার থেকে তিন দশমিক পাঁচ কিলোমিটার কম। এ তালিকায় ১১.৫ কিলোমিটার গড়ে প্রতি ম্যাচে সবচেয়ে বেশি দৌড়ান দলের ডিফেন্ডার জর্দি আলবা।
এদিকে কম দৌড়ানো মেসি অবশ্য দলের সবচেয়ে দ্রুততম ফুটবলার। এ মৌসুমে লা লিগায় বার্সার বিপক্ষে এলচের প্রথম ম্যাচে মেসির দৌড়ের গতি রেকর্ড করা হয়ে ৩৪.৪৭ প্রতি ঘণ্টায়। আর দলের অন্য কোন ফুটবলার কোন খেলায় এর থেকে ভালো করতে পারেন নি।
আসলে মেসিকে অলস বললে ভূল হবে কারণ তিনি সম্ভবত প্রয়োজন ছাড়া দৌড়ান না। এটির বাস্তব প্রমান হচ্ছে এ মৌসুমে এখন বার্সার গোলের ৭৫ শতাশং এসেছে ২৭ বছরের এ তারকার কাছ থেকে। মেসি সব প্রতিযোগিতা মিলিয়ে কাতালানদের হয়ে এখন পর্যন্ত ২৩টি গোল করেছেন।
বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, ২৩ ডিসেম্বর ২০১৪