ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাজারীবাগ, ধানমণ্ডি, গুলশান, কলাবাগান ও বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে।
বুধবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় পুলিশ সদর দপ্তর থেকে এ রদবদলের নির্দেশ জারি করা হয়।
গুলশান থানার ওসি কামাল উদ্দিনকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন ধানমণ্ডি থানার ওসি মোহাম্মদ শাহ আলম। আর ধানমণ্ডি থানার ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন শিবালয় (মানিকগঞ্জ) থানার ওসি মনিরুল ইসলাম।
কলাবাগান থানার ওসি নাসিরউদ্দিনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) বদলি করা হয়েছে। তার স্থলে কলাবাগান থানার ওসি হিসেবে দায়িত্ব পাচ্ছেন হাজারীবাগ থানার ওসি এনামুল হক। ঢাকা রেঞ্জের পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাককে হাজারীবাগ থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মাহবুবুর রহমানকে বাড্ডা থানার ওসি হিসেবে এবং বাড্ডা থানার ওসি মুজিবর রহমানকে ঢাকা রেঞ্জ পুলিশে বদলি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০২৪৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০১১