
ছবি: (ফাইল ফটো)
চট্টগ্রাম: সীতাকুণ্ড উপজেলার সিলিমপুর আবাসিক এলাকায় পাহাড় কাটার প্রমাণ পেয়েছে পরিবেশ অধিদপ্তর। বুধবার অধিদপ্তরের একটি দল ঘটনাস্থল পরিদর্শন কর। বৃহস্পতিবার পাহাড় কাটার জন্য দায়ী চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে নোটিশ দিয়েছে অধিদপ্তর। আগামী ৮ জুন এ ব্যাপারে অধিদপ্তরে শুনানির পর পাহাড় কাটার শাস্তি নির্ধারণ করা হবে।
পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক হারুন অর রশিদের নেতৃত্বে একটি দল বুধবার সিলিমপুর আবাসিক এলাকা ঘুরে দেখে। এসময় তারা পাহাড় কাটার প্রমাণ পান।
এ প্রসঙ্গে হারুন অর রশিদ বাংলানিউজকে বলেন,‘সিলিমপুরে পাহাড় কেটে প্লট নির্মাণ করছে সিডিএ। আমরা সরেজমিনে পরিদর্শন করে দেখেছি। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।’
পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মো. জাফর আলম বাংলানিউজকে বলেন,‘তদন্তে সিলিমপুরে পাহাড় কাটার প্রমাণ পাওয়া গেছে। আমরা সিডিএকে নোটিশ দিয়েছি। আগামী ৮ জুন শুনানি অনুষ্ঠিত হবে। শুনানিতে সিডিএ’র সচিব ও প্রধান প্রকৌশলীকে উপস্থিত থাকতে বলা হয়েছে।’
সিডিএ’র প্রধান প্রকৌশলী জসিম উদ্দিন বাংলানিউজকে বলেন,‘পরিবেশ অধিদপ্তরের কোন নোটিশ এখনো আমরা পাইনি।’
প্রসঙ্গত সীতাকুণ্ড উপজেলার সিলিমপুর আবাসিক এলাকায় পাহাড় কেটে প্লট নির্মাণ করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। আবাসিক প্রকল্পটির নকশা পরিবর্তন করে পাহাড় কেটে খাল ও পুকুর ভরাট করা হচ্ছে। এক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের অনুমোদনের তোয়াক্কাও করেনি সিডিএ।
অভিযোগ রয়েছে নগর পরিকল্পনাবিদদের উপেক্ষা করে সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালামের একক সিদ্ধান্তে এসব অনৈতিক কর্মকাণ্ড করা হচ্ছে।
সিডিএ সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ভাটিয়ারি ও জঙ্গল ভাটিয়ারি মৌজায় সিডিএ’র সিলিমপুর আবাসিক প্রকল্প অবস্থিত। ১৯৬০-৬১ এবং ১৯৮০-৮১ সালে দুই দফায় সিলিমপুর প্রকল্পের জন্য ১৯৬ একর জমি অধিগ্রহণ করা হয়। এ প্রকল্পে প্লট বরাদ্দ দেওয়া শুরু হয় আশির দশকে। দু দফায় প্রায় এক হাজার ২০০ প্লট বরাদ্দ দেওয়া হয়।
২০১৩ সালে ৫ আগস্ট প্রকল্পটির নকশা পরিবর্তন করে আরো ২৭০টি প্লট বরাদ্দের জন্য সিডিএ বোর্ড সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। পরে একই বছরের সেপ্টেম্বরে বিভিন্ন জটিলতার কারণে ২০০টি প্লট কমিয়ে এনে ৭০টি প্লট বরাদ্দের জন্য পত্রিকায় সংশোধনী বিজ্ঞপ্তি দেয়।
৭০টি অতিরিক্ত প্লট তৈরি করতে সিলিমপুর আবাসিক এলাকায় পাহাড় কেটে আবাসিক এলাকার বর্ধিতাংশ পূর্বে বয়ে যাওয়া খাল এবং পুকুর ভরাট করছে সিডিএ। এমনকি মসজিদ, কবরস্থান ও শিশুপার্কের জন্য রাখা জায়গাও নকশা পরিবর্তন করে প্লট তৈরি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, মে ২৯, ২০১৪
** পাহাড় কেটে খাল ও পুকুর ভরাট করছে সিডিএ