
ঢাকা: বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) পদকে দ্বিতীয় শ্রেণী হতে প্রথম শ্রেণী (নন ক্যাডার) এবং সার্জেন্ট পদকে তৃতীয় শ্রেণী হতে দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদায় উন্নীত করা হয়েছে।
রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পদমর্যাদা উন্নীতের ফলে জেসিও পদবিধারীরা দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে আর সার্জেন্ট পদবিধারীরা তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত হবেন।
জেসিওগণকে প্রথম শ্রেণী (নন ক্যাডার) এবং সার্জেন্টগণকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীতকরণে শুধুমাত্র পদমর্যাদা এবং বেতন কাঠামো পরিবর্তিত হবে।
এছাড়া সেনাবাহিনীর সাংগঠনিক কাঠামো অনুযায়ী সকল প্রশাসনিক, অপারেশনাল এবং বিভিন্ন দায়িত্ব/কর্তব্য পালনের বিদ্যমান নিয়মাবলী পূর্বের ন্যায় অপরিবর্তিত ও চলমান থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৪