মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থল বন্দরে রাস্তা সংস্কারের জন্য শনিবার থেকে সাত দিন সকল ধরনের আমদানি রপ্তানি বন্ধ থাকবে।
বন্দর এলাকার ভাঙ্গাচোরা ও সরু রাস্তার কারণে ঝুঁকিপূর্ণ অবস্থায় ব্যবসায়িরা দীর্ঘদিন ধরে আমদানি-রপ্তানি করে আসছিলেন।
বাংলাদেশি আমদানি-রপ্তানিকারী কোম্পানি খন্দকার এন্টারপ্রাইজের মালিক খন্দকার আতিক সেলিম শুক্রবার রাতে বাংলানিউজকে জানান, ‘অনেক দুর্ভোগের মাঝেও ত্রিপুরায় পণ্য সামগ্রী রপ্তানি ও আমদানি করছিলেন ব্যাবসায়িরা। তাই সংস্কার কাজ দ্রুত শেষ করতে এ উদ্যোগ।’
কাস্টমস সূত্রে জানাগেছে, গত বছরে দু’দেশের সহযোগিতামূলক বৈঠকে চাতলাপুর স্থল বন্দরে মালামাল খালাসের জন্য একটি ড্যাম্পিং স্টেশন স্থাপনের সিদ্ধান্ত হয়। সড়কটি ২০ ফুট প্রশস্থ করাসহ স্থল বন্দর ও ইমিগ্রেশন অফিসের অবকাঠামোগত উন্নয়নের সিদ্ধান্ত নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় বন্দরের সড়কটি কাজ শুরু হলেও ধীরগতিতে কাজ চলছিল।’
বন্দরের কাষ্টমস কিয়ারিং এজেন্ট প্রতিনিধি খন্দকার আতিক সেলিম জানান, ‘১৯ জানুয়ারি বুধবার ৪০০ বস্তা সিমেন্টবাহী একটি ট্রাক উল্টে রাস্তার ধারের পুকুরে পড়ে যায়। সড়কটি সরু হওয়ায় এর আগেও কয়েকবার সিমেন্টবাহী ট্রাক দুর্ঘনায় পড়ে।’
বন্দরের শমশেরনগর শুল্ক অফিসের রাজস্ব কর্মকর্তা সঞ্জীৎ কুমার আচার্য্য বন্দর বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ‘ঝুঁকিপূর্ণ সড়ক দিয়ে ২০০৯-২০১০ অর্থ বছরে সিমেন্ট, চিফ পাথর, ইট, মাছ ও কলের লাঙ্গল ত্রিপুরায় রপ্তানি করে সরকার ৩৬ কোটি টাকার রাজস্ব আয় করেছে। তাই বন্দরটির অবকাঠামোগত উন্নয়ন করে একে একটি পূর্ণাঙ্গ স্থল বন্দরে উন্নীত করা উচিত।’
বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, জানুযারি ২৯, ২০১১