
ঢাকা: দীর্ঘদিন ঝুলে থাকা ৮০ জন যুগ্ম-সচিবকে অতিরিক্ত সচিব হিসাবে পদোন্নতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এদের মধ্যে ৫৭ জনকে তাদের আগের দায়িত্বেই পদায়ন করা হয়েছে। একজন নতুন অতিরিক্ত সচিব বিসিএস প্রশাসন একাডেমিতে পদায়ন পেয়েছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ে বুধবার পদায়নের ঘোষণা দেওয়া হয়। এর আগে, সোমবার প্রকাশিত পৃথক দুটি আদেশে তাদের পদোন্নতি দেয় মন্ত্রণালয়।
জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, প্রশাসনে অতিরিক্ত সচিব পর্যায়ে প্রযোজ্য ১০৮টি অনুমোদিত পদের বিপরীতে নতুন পদোন্নতির পর অতিরিক্ত সচিবের সংখ্যা দাঁড়িয়েছে ৩০৭ জনে।
পদোন্নতির পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) আবদুর রউফ চৌধুরীকে বিসিএস প্রশাসন একাডেমির অতিরিক্ত মহাপরিচালক করা হয়েছে।
আর এক আদেশে গুরুত্বপূর্ণ পদগুলোর মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রাইভেটাইজেশন কমিশনের পরিচালক মো. আবুল হোসেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক গণেশ চন্দ্র সরকার, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ সাইদুর রহমানকে আগের পদেই রাখা হয়েছে।
একই আদেশে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের সচিব বিমান কুমার সাহা, পাওয়ার গ্রীড কোম্পানির পরিচালক মো. জিন্নাতুল হক, কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্ালয়ের কমিশনার মো. ফিরোজ সালাহ উদ্দিন, বিসিএসআইআর’র সদস্য মো. মাহফুজার রহমান সরকার, সাভারের বিপিএসটিসি এমডিএস মো. আকরাম হুসেইন, গভর্নেন্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক মো. আব্দুল হালিম, বিপিএসটিস’র এমডিএস মো. মাহমুদুল হাসান, একটি বাড়ি একটি খামার প্রকল্পের প্রকল্প পরিচালক প্রশান্ত কুমার রায়, সরকারি ভূ-সম্পত্তি অধিদপ্তরের পরিচালক মিয়া আব্দুল্লাহ মামুন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য গোলাম মোস্তফা, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য মো. হেলাল উদ্দিন, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মো. শামসুল আরেফিন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালকম মো. ফারুক জলিল, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মো. জিয়া উদ্দিন আহমেদ, ট্যারিফ কমিশনের সদস্য শেখ আব্দুল মান্নান, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের সদস্য খন্দকার আখরুজ্জামান, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সদস্য মো. সানোয়ার আলী, বিপিটিসির’র এমডিএস ফেরদৌস আক্তারকে আগের পদেই পদায়ন করা হয়েছে।
এর আগে গত সোমবার বরিশালের বিভাগীয় কমিশনার মো. নুরুল আমিন এবং রংপুরের বিভাগীয় কমিশনার দিলওয়ার বখতকেও আগের পদে পদায়ন করে আলাদা আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
অতিরিক্ত সচিব হিসাবে পদোন্নতি পাওয়ার পর গত সোমবার এদের প্রত্যেককে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছিল। এর দুইদিন পরেই তাদের পদায়ন করা হলো। তবে অধিকাংশই ফিরে গেলেন পুরোনো দায়িত্বে।
সূত্র জানায়, নতুন পদোন্নতি ও পদায়নের পরেও জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসসি) হিসেবে রয়েছেন আরও ৩১ জন।
বাংলাদেশ সময়: ০২২২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৪
এমআইএইচ/ইএস/এমএমকে