
সুনামগঞ্জ: বিপুল উৎসাহ উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদায় সুনামগঞ্জে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস।
সোমবার সকালে সুনামগঞ্জ সদর মডেল থানা প্রাঙ্গণে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় দিবসের শুরু হয়।
সূর্য ওঠার সঙ্গে সঙ্গে কালেক্টরেট চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মুহাম্মদ ইয়ামিন চৌধুরীর নেতৃত্বে জেলা প্রশাসন।
সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ নজরুল হোসেনের নেতৃত্বে জেলা পুলিশ ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরুল হুদা মুকুটের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ শহীদ স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করে।
এরপর একে একে জেলার সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
এর আগে রাত ১২টা ১ মিনিটে জেলা বিএনপি’র সভাপতি ফজললু হক আছপিয়ার নেতৃত্বে জেলা বিএনপি, জেলা ছাত্র ইউনিয়ন শহীদ স্মৃতি ফলকে ও জেলা সিপিবি, উদীচী, যুব ইউনিয়ন সকালে সুনামগঞ্জ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
সকাল সাড়ে ৮টায় সুনামগঞ্জ স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক। এরপর বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বিজয় দিবসের উদ্বোধন করা হয়।
পরে পুলিশ বাহিনীর একটি চৌকস দল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন অতিথিরা।
সকাল ৯টায় শরীর চর্চা প্রর্দশন করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক দেবজিৎ সিংহ, সুনামগঞ্জ পৌরসভার মেয়র আইয়ুব বখত জগলুল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডা. এ এস এম আফসারুজ্জামান প্রমুখ।
এদিকে, সকাল সাড়ে ১০টায় শহীদ আবুল হোসেন মিলনায়তনে মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। বাদজোহর জাতির শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি এবং মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনা করে মসজিদ, মন্দির, ও গীর্জায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।
দুপুরে হাসপাতাল,সরকারি শিশু পরিবার ও জেলখানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।
বিকেল সাড়ে ৩টায় সরকারি এসসি বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে মহিলা সমাবেশ ও ক্রীড়া অনুষ্ঠান। একই সময়ে স্টেডিয়ামে কাবাডি প্রতিযোগিতা এবং বিকেল ৪টায় প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৩
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর