
কুষ্টিয়া: কুষ্টিয়ার আলোচিত ধর্ষক হেলাল উদ্দীন ওরফে পান্না মাস্টারের আরেক সহযোগী ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপপ্রধান প্রকৌশলী আলীমুজ্জামান টুটুলকে (৪২) গ্রেফতার করেছে কুষ্টিয়া গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার দিনগত রাত ২টার দিকে পাবনা জেলার ঈশ্বরদী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। টুটুল কুষ্টিয়া জেলা সদরের হাটশ হরিপুর এলাকার বাসিন্দা।
এর ফলে প্রায় দেড় শতাধিক স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত পান্না মাস্টার ও তার চার সহযোগীর তিনজনকে গ্রেফতার করা হলো। তবে এখনো অপর সহযোগী শরিফুল ইসলাম ওরফে সজলকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
কুষ্টিয়া ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে টুটুলকে ঈশ্বরদী থেকে গ্রেফতার করা হয়েছে।
প্রসঙ্গত,গত ৭ জুলাই কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বাদী হয়ে বাংলাদেশ পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ধর্ষক পান্না মাস্টার ও তার চার সহযোগীকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
গত রোববার সকালে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে পান্না মাস্টারকে গ্রেফতার করে ঢাকার ডিবি পুলিশ।
বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৩
সম্পাদনা: মাহমুদুল ইসলাম রনি ও সোহেলুর রহমান, নিউজরুম এডিটর