
ঢাকা: টিউশনির নামে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার হওয়া কুষ্টিয়ার স্কুল শিক্ষক হেলাল উদ্দিন ওরফে পান্না মাস্টারকে নিয়ে ব্রিফিং করবে ডিবি পুলিশ।
রোববার দুপুর ১২টায় ডিএমপির মিডিয়া সেন্টারে মহানগর গোয়েন্দা পুলিশের পক্ষে এ ব্রিফিং করা হবে।
ডিবি পুলিশের তথ্য মতে, রোববার ভোরে রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিবির মিডিয়া ও পাবলিক রিলেশন বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে একটি সূত্র মতে, সহকারী কমিশনার (এসি) রায়হানের নেতৃত্বে ডিবির একটি দল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মোহাম্মদপুরের চিনু মিয়া রোডের ভাড়া বাসা থেকে পান্না মাস্টারকে গ্রেফতার করে।
প্রাইভেট পড়ানোর নামে ফাঁদে ফেলে অন্তত দেড় শতাধিক ছাত্রীর সঙ্গে যৌন সম্পর্ক গড়ে তা সিডি আকারে ছড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে পান্না মাস্টারের বিরুদ্ধে।
প্রসঙ্গত, হেলাল উদ্দিন পান্না কুষ্টিয়া বাড়াদি গ্রামের আদর্শ উচ্চবিদ্যালয়ের গণিতের সহকারী শিক্ষক। কুষ্টিয়া শহরের আড়পাড়ার নিজ বাসায় প্রাইভেট টিউশনিতে আসা স্কুল-কলেজের এসব ছাত্রীকে বিভিন্ন সময় যৌন হয়রানি করত সে।
এ ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেফতার দাবিতে গত ৭ জুলাই শতাধিক এলাকাবাসী ও ছাত্ররা ডিসি অফিসের সামনে বিক্ষোভ করে। এ সময় তারা কুষ্টিয়া-রাজশাহী মহাসড়কের বারখাদা-ত্রিমোহুনীতে অবস্থান নিয়ে তারা সড়ক অবরোধ করে।
এরপর কুষ্টিয়া সদর থানার সাব-ইন্সপেক্টর এম. মনিরুল ইসলাম ৭ জুলাই পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অধীনে পান্নাসহ ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এছাড়া পুলিশ পান্নার ল্যাপটপ জব্দ করেছে, যাতে এসব ভিডিও ক্লিপস ছিল।
এর আগে পান্না মাস্টারকে গ্রেফতারে কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় একাধিক অভিযান চালায় পুলিশ। অবশেষে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হলো।
বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৩
জেএস/ সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর