
ঢাকা: দেখতে দেখতে রমজানের অর্ধেক পেরিয়ে গেছে। ধীরে ধীরে রমজান যতই শেষের দিকে যাচ্ছে, ঈদের আমেজ ততই স্পষ্ট হচ্ছে। ঈদের পোশাক কেনাকাটায় সে কারণে এখন ব্যস্ততাও বেশি।
সব শ্রেণী-পেশার মানুষেরই নজর এখন পোশাকের দোকানগুলোর দিকে।
পুরুষের ঈদ মানে ‘পাঞ্জাবি’। ঈদে যত পোশাকই কেনা হোক না কেন, পাঞ্জাবি ছাড়া কেনাকাটা যেন অসম্পূর্ণই থেকে যায়। আর অন্যান্য পোশাকের পাশাপাশি এবারের ঈদে পাঞ্জাবির ডিজাইনেও এসেছে বৈচিত্র্য ও নতুনত্ব।
বিক্রেতারা জানান, বর্ষা-গরম-ঈদ এ তিনটি বিষয় মাথায় রেখে এবারের ঈদে পাঞ্জাবির নকশা করা হয়েছে। অন্যবারের তুলনায় হালকা কাজের শর্ট ফিটিং এবং সেমি-লং পাঞ্জাবি এবার বেশি বিক্রি হচ্ছে।
পাঞ্জাবির নকশা সম্পর্কে বিক্রেতারা জানান, এবার পাঞ্জাবিতে শেরওয়ানি কাটের সঙ্গে গাঢ় রঙের লেইস, কারচুপি, অ্যাপলিক, এমব্রয়ডারি, মোটা সুতার কম্বিনেশন ওয়ার্ক আর হাতের কাজের নকশা করা হয়েছে।
পাঞ্জাবির কাপড় হিসেবে ব্যবহার করা হয়েছে, সুতি, খাদি, মসলিন, এন্ডি কটন, হাফ সিল্ক, সিল্ক, রিমি কটন, জেসমি কটন, সুতি কাতান আর তাঁতের কাপড়। গরমের কারণে হালকা এবং ছিমছাম পাঞ্জাবির প্রাধান্যই বেশি।
বিভিন্ন ধরনের কাপড়ের লং, মিডিয়াম ও শর্ট লেন্থের পাঞ্জাবিতে ইসলামিক নকশায় কারচুপি, ফ্লোরাল, জিওম্যাট্রিক, মেশিন এমব্রয়ডারির মাধ্যমে সাজানো হয়েছে রঙিন সব ডিজাইন।
রাজধানীর পাঞ্জাবির জন্য সবচেয়ে জনপ্রিয় আজিজ সুপার মার্কেটে পাঞ্জাবি কিনতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফেরদৌস বাংলানিউজকে বলেন, ‘এবারের ঈদ গরমের মধ্যে হওয়ায় সুতি কাপড়ের পাঞ্জাবি কিনেছি। হালকা কাজ করা পাঞ্জাবিই বেশি পছন্দ হচ্ছে। তবে তা একটু গ্লেজি হলে ভালো হয়।’
এবার ঈদে রাজধানীর বসুন্ধরা সিটি, আজিজ সুপার মার্কেট, নিউমার্কেট, গাউছিয়া মার্কেট, এলিফ্যান্ট রোড, বঙ্গবাজার মার্কেট, ইস্টার্ন প্লাজা, মালিবাগ সুপার মার্কেটসহ প্রায় সব শপিংমলেই ক্রেতারা তাদের পছন্দমতো পাঞ্জাবি কিনতে পারছেন।
এ সব শপিংমলে ক্রেতারা ৫৫০ টাকা থেকে শুরু করে সাধ্যের মধ্যে বিভিন্ন দামে পাঞ্জাবি কিনতে পারছেন।
এ ছাড়া পাঞ্জাবি তৈরি করার জন্য দেশি কাপড়ের পাশাপাশি পাকিস্তান, ভারত, মিশর, সৌদি আরবসহ বিভিন্ন দেশের বাহারি রঙের কাপড় পাওয়া যাচ্ছে রাজধানীর শপিংমলগুলোতে।
আজিজ সুপার মার্কেটের নক্ষত্র ফ্যাশন হাউজের ইন-চার্জ আশিক কবির বাবু বাংলানিউজকে বলেন, ‘ক্রেতাদের রুচি এবং পছন্দকে প্রাধান্য দিয়েই আমরা এবার হালকা কাজ করা পাঞ্জাবি বেশি এনেছি। এমব্রয়ডারির কাজ করা পাঞ্জাবির চেয়ে এবার হালকা হাতের কাজ করা পাঞ্জাবি ক্রেতারা বেশি কিনছেন।’
বাংলাদেশ সময়: ২২২২ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৩
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর