
ঢাকা: অবশেষে নেত্রকোনা ও সুনামগঞ্জ তথা ভাটী বাংলা হিসেবে পরিচিত হাওরাঞ্চলবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি পূরণ হচ্ছে। আগামী মঙ্গলবার থেকে চালু হচ্ছে ঢাকা-মোহনগঞ্জ আন্তঃনগর ট্রেন।
বুধবার বাংলাদেশ রেলওয়ের সভায় এ ট্রেন চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। রাতে এ বিষয়ে বাংলানিউজকে নিশ্চিত করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আবু তাহের।
তিনি বলেন, আগামী মঙ্গলবার থেকে এ আন্তঃনগর ট্রেন চালু হচ্ছে। আজ (বুধবার) রাত ১১টা থেকে ২৯ জুলাই পর্যন্ত এটি পরীক্ষামূলকভাবে চলবে।
এ আন্তঃনগর ট্রেনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের কথা রয়েছে।
রেলওয়ে জানায়, উদ্বোধনের পর এ আন্তঃনগর ট্রেনটি ঢাকার কমলাপুর স্টেশন থেকে রাত ১১টা ৫০ মিনিটে ছেড়ে সকাল ৬টা ১০ মিনিটে মোহনগঞ্জে পৌঁছাবে। সকাল সাড়ে ৮টায় মোহনগঞ্জ স্টেশন থেকে ছেড়ে গিয়ে দুপুর ২টা ১০ মিনিটে ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছাবে।
ঢাকা থেকে নেত্রকোনার মোহনগঞ্জ রেলস্টেশনের দূরত্ব ২১০ কিলোমিটার। সড়ক যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় এবং চলাচলরত বাস সার্ভিসের মান খারাপ হওয়ায় দেশে আন্তঃনগর ট্রেন সার্ভিস চালুর পর থেকেই নেত্রকোনা জেলাবাসী ও সুনামগঞ্জের বেশ কয়েকটি উপজেলার জনগণ ঢাকা-মোহনগঞ্জ রেলপথে আন্তঃনগর ট্রেন সার্ভিস চালুর দাবি জানিয়ে আসছে।
গত ডিসেম্বরে নেত্রকোনার বিজয়মেলায় রেলমন্ত্রী মুজিবল হক জনগণের দাবির পরিপ্রেক্ষিতে জুলাই মাসের মধ্যে আন্তঃনগর ট্রেন সার্ভিস চালুর আশ্বাস দেন।
কিন্তু বিপত্তি বাধে ট্রেনের নাম নিয়ে। আন্তঃনগর ট্রেন সার্ভিস চালু করার সিদ্ধান্ত নেওয়ার পর নামকরণের প্রস্তাব চাওয়া হয়।
এরই পরিপ্রেক্ষিতে স্থানীয় সংসদ সদস্য আশরাফ আলী খান খসরু আন্তঃনগর ট্রেনের নাম কংশ এক্সপ্রেস রাখার প্রস্তাব দেন।
এদিকে, ট্রেনের দাবিতে আন্দোলনরত নেত্রকোনা উন্নয়ন নাগরিক আন্দোলনের প্রধান উপদেষ্টা কর্নেল (অব.) নূর খান ও মদন মোহনগঞ্জ খালিয়াজুরী আসনের সংসদ সদস্য রেবেকা মমিন ট্রেনের নাম ভাটী বাংলা এক্সপ্রেস এবং নেত্রকোনা জেলা সাংবাদিক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী ট্রেনের নাম সুনেত্র এক্সপ্রেস রাখার দাবি জানান।
অন্যদিকে, কবি নির্মলেন্দু গুণ রেলপথমন্ত্রী মুজিবুল হকের কাছে ট্রেনটির নাম কাশবন রাখার প্রস্তাব দেন। বাংলানিউজে এ নিয়ে কবির একটি লেখাও প্রকাশিত হয়।
রেলওয়ে জানায়, ট্রেনটি ঢাকা-মোহনগঞ্জ আন্তঃনগর ট্রেন নামেই থাকবে। সবার মতামতের ওপর ভিত্তি করে পরে এ ট্রেনটির সুন্দর একটি নাম দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০১৫৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৩
এডিএ/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর