
ঢাকা: সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার আইন মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
তিন বছরের জন্য নিয়োগ পাওয়া এ পদে তিনি বাংলাদেশের প্রধান বিচারপতির প্রাপ্য বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধাদি পাবেন।
আইন কমিশন আইন’১৯৯৬ এর ৫ ধারার ৩ উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার এ নিয়োগ দিয়েছে।
এবিএম খায়রুল হক বাংলানিউজকে বলেন, বুধবার থেকেই নতুন কাজে যোগদান করবো। আর চেষ্টা করবো আমার সাধ্য অনুযায়ী কাজ করার, দেশবাসীর কাছে দোয়া চাই।
২০১০ সালের ৩০ সেপ্টেম্বর এ বি এম খায়রুল হক প্রধান বিচারপতি হিসেবে যোগদান করেন। পরের বছর ১৭ মে তিনি অবসরে যান।
এবিএম খায়রুল হক ১৯৪৪ সালের ১৮ মে মাদারীপুরের রাজৈর থানার আড়াইপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক পাস করেন। লন্ডন থেকে ১৯৭৫ সালে বার-এট-ল ডিগ্রি লাভ করেন। এরপর তিনি ১৯৭৬ সালে হাইকোর্ট বিভাগে এবং ১৯৮২ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।
১৯৯৮ সালের ২৭ এপ্রিল তিনি হাইকোর্টের অস্থায়ী বিচারপতি এবং ২০০০ সালের ২৬ এপ্রিল হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০০৯ সালের ১৪ জুলাই তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান এবিএম খায়রুল হক।
হাইকোর্টে বিচারপতি থাকাকালে তিনি বঙ্গবন্ধু হত্যা মামলার রায় ও পঞ্চম সংশোধনী মামলার রায় এবং আপিল বিভাগে তত্ত্বাবধায়ক সরকার মামলার রায় দিয়েছিলেন।
এবিএম খায়রুল হকের আগে সাবেক দুই প্রধান বিচারপতি এটিএম আফজাল ও মোস্তফা কামাল আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৩
জেএ/ এমইএস/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- [email protected]