চুদুরবুদুর.কমে সংসদের ওয়েবসাইট!

আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম | আপডেট: ২৩:২৮, জুন ২৫, ২০১৩

ঢাকা: ঘটনাটি হ্যাকিং। তবে একেবারেই সত্যি যে, বাংলাদেশ জাতীয় সংসদের ওয়েবসাইট ঠিকানা- http://www.parliament.gov.bd/। তবে যে কেউ চাইলে www.chudurbudur.com এই ঠিকানাতেও জাতীয় সংসদের ওয়েবসাইটে লগঅন করতে পারবেন।  

এই ঠিকানায় গেলেই দেখা যাবে, ওপরে লেখা- Bangladesh Parliament। বামপাশের ওপরে গোল সিলমোহরে বাংলায় লেখা- বাংলাদেশ জাতীয় সংসদ। ব্যাকগ্রাউন্ডে জাতীয় সংসদের ছবি।

চুদুরবুদুর.কমে সব তথ্যই অবিকৃত রয়েছে। প্রথমে স্পিকারের ছবি দিয়ে শিরোনাম লেখা- স্বাগত বক্তব্য

এরপর মাঝখানে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর ছবি দিয়ে ইংরেজি শিরোনামে লেখা- মাননীয় স্পিকার, ড. শিরীন শারমিন চৌধুরী।

সাইটের এমপি অপশনে গিয়ে দেখা যায়, সেখানে সব সংসদ সদস্যের ছবিসহ নামের তালিকাও অবিকৃত। এছাড়া এ সাইটের সবকিছুই অবিকৃতই রয়েছে।

তবে যারা ‘চুদুরবুদুর’ আঞ্চলিক শব্দটি ব্যবহার করে জাতীয় সংসদের  লগঅন করার ব্যবস্থা করেছেন, তারা যে জাতীয় সংসদ বা কোনো মন্ত্রণালয়ের প্রযুক্তিবিদ নন, সেটা স্পষ্ট। এটি হ্যাকারদের কাজ।

এদিকে, www.bangladesh.gov.bd ওয়েবসাইট দিয়ে জাতীয় সংসদের ওয়েবসাইটে গেলে সেখানকার তথ্যের সঙ্গে হ্যাকারদের ঠিকানা ব্যবহার করে জাতীয় সংসদের সাইটের তথ্যের অমিল কিন্তু নেই।

অপরদিকে, ‘চুদুরবুদুর.কম’ লিখে জাতীয় সংসদের ওয়েবসাইট প্রবেশ করা যায় এ তথ্য সামাজিক সাইটে ছড়িয়ে পড়লে অনেকেই তা লগঅন করে দেখেন।

প্রসঙ্গত, ১১ জুন সংসদ চলাকালে ফেনী থেকে নির্বাচিত বিএনপি সাংসদ রেহানা আখতারের মুখে এ শব্দটি উচ্চারিত হলে তা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতের আনন্দবাজার পত্রিকায় ১২ জুন লেখা হয়- `চুদুরবুদুর গালি কি, বাংলাদেশে সংসদ উত্তাল`। 

সে প্রতিবেদনে লেখা হয়, “চুদুরবুদুর গালি কি, বাংলাদেশে সংসদ উত্তাল নিজস্ব প্রতিবেদন চুদুরবুদুর গালাগালি নয়। তবুও বাংলাদেশের জাতীয় সংসদ উত্তাল হল এই একটি শব্দে। শ্লীল না অশ্লীল, তা নিয়ে দীর্ঘ বাদানুবাদ। তবু ফয়সালা হয়নি। শেষ পর্যন্ত স্পিকার শিরিন শারমিন নির্দেশ দিয়েছেন, চুদুরবুদুর-এর ঠিকুজি-কুলুজি পরীক্ষা করে দেখা হবে। শব্দটি অশ্লীল হলে কার্যবিবরণী থেকে বাদ যাবে, না হলে নয়।

বাংলাদেশে তো বটেই, এ বাংলাতেও লঘু আড্ডায় চুদুরবুদুর আদৌ অপরিচিত শব্দ নয়। কলকাতার ভাষাবিদ পবিত্র সরকার বা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক নির্মল দাস, দু’জনেরই অভিমত চুদুরবুদুর গ্রাম্য শব্দ, অশ্লীল কিছুতেই নয়। অর্থ বাড়াবাড়ি করা বা গড়িমসি করা। অভিধান বলছে, বাংলাদেশের একটা গ্রাম্য খেলারও নাম চুদুরবুদুর।”

জাতীয় সংসদে হ্যাকারদের ওয়েবসাইট বন্ধ করার নির্দেশ দেওয়ার পরে মঙ্গলবার রাত সাড়ে ১১টার পরেও চুদুরবুদুর.কমে লগইন করা গেছে। সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিরা কেন যে এ বিষয়ে পদক্ষেপ নেননি, তা এখনো স্পষ্ট নয়।

এ বিষয়ে জানতে সংসদ সচিব মাহফুজুর রহমানের সেলফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

তবে এ ধরনের কাজের ফলে দেশের ভাবমূতি যেমন ক্ষুণ্ন হচ্ছে, তেমনি আমাদের জাতীয় পোর্টালগুলোর নিরাপত্তা যে কতটা দুর্বল তারই প্রমাণ দিচ্ছে- ‘চুদুরবদুর.কম’।

বাংলাদেশ সময়:২৩২৫ ঘণ্টা, জুন ২৫, ২০১৩
এবি


ভারপ্রাপ্ত সম্পাদক : তৌহিদুল ইসলাম মিন্টু

ফোন: +৮৮০ ২ ৮৪৩ ২১৮১, +৮৮০ ২ ৮৪৩ ২১৮২ আই.পি. ফোন: +৮৮০ ৯৬১ ২১২ ৩১৩১ নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৬, +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪৩ ২৩৪৬
ইমেইল: [email protected] সম্পাদক ইমেইল: [email protected]
Marketing Department: +880 961 212 3131 Extension: 3039 E-mail: [email protected]

কপিরাইট © 2006-2025 banglanews24.com | একটি ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের (ইডব্লিউএমজিএল) প্রতিষ্ঠান