ছত্তিশগড় মুখ্যমন্ত্রীর জন্য ‘জেড প্লাস’ নিরাপত্তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম | আপডেট: ১২:৫৩, মে ২৭, ২০১৩

নয়াদিল্লি: মাওবাদী হামলায় ৩১ কংগ্রেস নেতার মৃত্যুতে বাড়ানো হয়েছে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিংয়ের নিরাপত্তা। এবার তার জন্য বরাদ্দ করা হয়েছে ন্যাশনাল সিকিউরিটি গার্ডসের (এনএসজি) ‘জেড প্লাস’ নিরাপত্তা বলয়।

আগামী বিধানসভা নির্বাচনের আগে ‘বিকাশ যাত্রা’য় রাজ্যের প্রত্যন্ত অঞ্চলগুলোতে সফরে যাবেন মুখ্যমন্ত্রী। তাই ২৪ ঘণ্টার জন্য মোট তিনটি বাহিনী মোতায়েন করা হচ্ছে তার নিরাপত্তায়।

প্রতিটি বাহিনীতে রয়েছে আট জন করে ‘ব্ল্যাক ক্যাট’ কমান্ডো। তাদের প্রত্যেকের কাছেই থাকবে আধুনিক এমপি ফাইভ আগ্নেয়াস্ত্র এবং যন্ত্র।

তবে রমন সিংকে সম্পূর্ণ নিরাপত্তা দিতে এই স্কোয়াডের কিছুটা অসুবিধা হচ্ছে বলে জানা গেছে।

প্রশাসনের এক সূত্র জানিয়েছে, মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে করে যেখানে যাচ্ছেন, সেখানে এই স্কোয়াডকে যেতে হচ্ছে গাড়ি করে। আর রাস্তা খারাপ হওয়ায় বা প্রত্যন্ত অঞ্চলে ল্যান্ডমাইন বিস্ফোরণের ভয় থাকায় স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর সভাস্থলে বা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে বেশ কিছুটা দেরি হচ্ছে তাদের।

মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারেই যদি ওই স্কোয়াড বা কিছু এনএসজি কমান্ডোকে নিয়ে যাওয়া হয়, তাহলে এ সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব বলে জানান ওই সূত্র।
 
বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, মে ২৭, ২০১৩
এসপি/ সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর, এসএস


ভারপ্রাপ্ত সম্পাদক : তৌহিদুল ইসলাম মিন্টু

ফোন: +৮৮০ ২ ৮৪৩ ২১৮১, +৮৮০ ২ ৮৪৩ ২১৮২ আই.পি. ফোন: +৮৮০ ৯৬১ ২১২ ৩১৩১ নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৬, +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪৩ ২৩৪৬
ইমেইল: [email protected] সম্পাদক ইমেইল: [email protected]
Marketing Department: +880 961 212 3131 Extension: 3039 E-mail: [email protected]

কপিরাইট © 2006-2025 banglanews24.com | একটি ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের (ইডব্লিউএমজিএল) প্রতিষ্ঠান