
ময়মনসিংহ: মহান মুক্তিযুদ্ধের সময় ময়মনসিংহ অঞ্চলজুড়ে কামারুজ্জামান যে হত্যাযজ্ঞ চালিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর রায় প্রকাশের পর তার বিচার সম্পন্ন হলো।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত যেসব স্বাধীনতা বিরোধীদের বিচার হচ্ছে তন্মধ্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামান ময়মনসিংহ অঞ্চলের একমাত্র ব্যক্তি।
সূত্র জানায়, ১৯৭১ সালের ২৩ এপ্রিলের পর ময়মনসিংহ পাকবাহিনীর নিয়ন্ত্রণে চলে যাবার পর বর্তমান শেরপুর জেলার বাজিতখিলা গ্রামের কামারুজ্জামান ময়মনসিংহ অঞ্চলে আলবদর বাহিনী গঠনের দায়িত্ব নেন।
এরপর তিনি ময়মনসিংহ, জামালপুর ও শেরপুর এলাকা দাপিয়ে বেড়ান। সংগঠিত করেন রাজাকার ও আলবদর বাহিনীর সদস্যদের।
কামারুজ্জামানকে ৭১-এ নারকীয় হত্যাযজ্ঞের প্রধান হোতা হিসেবে মনে করেন ময়মনসিংহের অনেক শহীদ পরিবার।
সূত্র মতে, ময়মনসিংহ জেলা পরিষদ ডাকবাংলোর (বর্তমান কোতোয়ালী মডেল থানার সামনে) পেছনে ব্রহ্মপুত্র নদের বালুচরের বধ্যভূমিতে মহান মুক্তিযুদ্ধের সময় অসংখ্য মানুষকে তথাকথিত ফায়ারিং স্কোয়াডের নামে হত্যা করা হয়।
একইভাবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বর্তমান ডাকবাংলোর পেছনে ব্রহ্মপুত্র নদের তীর এলাকাকে বধ্যভূমিতে পরিণত করেন এ কামারুজ্জামান। ওই সময়ে শহরের মাঝখানে ছোট বাজারের ‘মৃত্যুকূপে’ অসংখ্য মানুষকে চোখ বেঁধে হত্যা করা হয়।
শহীদ এক মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, “একাত্তরে কামারুজ্জামান ছিলেন ময়মনসিংহ শহরের ত্রাস। সমস্ত কিলিং মিশন পরিচালিত হতো তার প্রণীত তালিকা ধরে।
মুক্তিযুদ্ধকালীন দিনগুলোতে শীর্ষ রাজাকারদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে মানবতাবিরোধী সকল প্রকার অপরাধ সংগঠিত করতেন এই কামারুজ্জামান।”
বীর মুক্তিযোদ্ধা ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ সভাপতি প্রিন্সিপাল মতিউর রহমান বলেন, “স্বাধীনতার ৪২ বছর পর কুখ্যাত এ যুদ্ধাপরাধীর ফাঁসির রায় হয়েছে। এ রায়ে ময়মনসিংহের মানুষ সন্তুষ্ট।”
বাদ বাকি যুদ্ধাপরাধীদেরও বিচার কার্যকর করার ওপর জোর দিতে সরকারকে অনুরোধ জানান এ বর্ষীয়াণ রাজনীতিক।
ময়মনসিংহ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি সেলিম সরকার রবার্ট বলেন, “অন্তরাত্মার ডাকে সাড়া দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকরা রায় দিয়েছেন। গোটা ময়মনসিংহ এ রায়ে খুশি। ময়মনসিংহ অঞ্চলকে পূর্ণ কলঙ্কমুক্ত করতে এ রায় বাস্তবায়ন করতে হবে।”
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, মে ০৯, ২০১৩
সম্পাদনা: তানিম কবির ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর