সিলেট: সিলেট মহানগরে পাল্টাপাল্টি কমিটি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম। এ নিয়ে সচেতন মহলে দেখা দিয়েছে নানা প্রশ্ন। আসলেই কি তারা ইসলামকে হেফাজতের জন্য আন্দোলনে মাঠে নেমেছে, নাকি রাজনীতির মাঠে কৌশলে নিজেদের অবস্থান গড়ে তোলার চেষ্টা করছে তা নিয়ে চলছে নানামুখী আলোচনা।
বৃহস্পতিবার দুপুরে নগরীর একটি চাইনিজ রেস্টুরেন্টে পাল্টা কমিটি ঘোষণা করেছে একটি গ্রুপ। এর আগে হেফাজতের কেন্দ্রীয় আমীর আল্লামা আহমদ শফি স্বাক্ষরিত এক কমিটির কথা জানানো হয় হেফাজতে ইসলাম সিলেট জেলার সভাপতি মওলানা মুহিবুল হক গাছবাড়ী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও নবঘোষিত সিলেট মহানগরের পাল্টা কমিটির সভাপতি অ্যাডভোকেট শাহীনুর পাশা চৌধুরী।
তিনি তার লিখিত বক্তব্যে তথাকথিত কমিটির কথা অস্বীকার করে ১৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন। এ কমিটিই আসল কমিটি বলে দাবি করেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শাহীনুর পাশা চৌধূরী বলেন, “আমরা আগামী ৫ মে-এর ঢাকা অবরোধ কর্মসূচি সফল করতে চাই। এজন্য আমাদের প্রস্তুতিও চলছে। কিন্তু একটি পক্ষ অপপ্রচার করছে।”
কমিটিতে সেক্রেটারি করা হয়েছে মুফতি ফয়জুল হককে। এর আগে গত মঙ্গলবার জেলা হেফাজতের সভাপতি মুহিবুল হক গাছবাড়ী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অপর কমিটির সভাপতি হিসেবে মওলানা আব্দুল বাসিত বরকতপুরীকে সভাপতি ও মওলানা মুশতাক আহমদকে সেক্রেটারি করা হয়।
হেফাজতের একটি সূত্রে জানা যায়, হেফাজতে ইসলাম সিলেট মহানগরের কমিটি গঠন নিয়ে প্রায় ১৫ দিন ধরে টানাপড়েন চলছিল।
এ নিয়ে জমিয়তের সাবেক সভাপতি মওলানা শফিকুল হক আমকুনী ও জেলা হেফাজতের সভাপতি মুহিবুল হক গাছবাড়ী, জেলা জমিয়তের সভাপতি ও হেফাজতের সদস্য সচিব মওলানা শেখ জিয়া উদ্দিন দফায় দফায় বৈঠক করেছেন।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, মে ২, ২০১৩
এএএন/জেডএম