স্বদেশ হাসপাতালের পাঁচ বছর পূর্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম | আপডেট: ০৭:৪১, মার্চ ২, ২০১৩

ময়মনসিংহ: স্বদেশ হাসপাতাল (প্রা:) লিমিটেড থেকে গত ৫ বছরে ২ লাখ ৮১ হাজার ৩৮৭ জন মানুষ চিকিৎসা সেবা নিয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ হাজার ৮২০ জন। বিভিন্ন জটিল রোগের অপারেশন হয়েছে ১১ হাজার ৬১৭ টি। বিনামূল্যে চিকিৎসা সেবা নিয়েছেন দুইশ’র মতো রোগী।

শুক্রবার রাতে ময়মনসিংহ শহরের ৭১/এস সারদা ঘোষ রোডে প্রতিষ্ঠিত স্বদেশ হাসপাতাল (প্রা:) লিমিটেডের পাঁচ বছর পূর্তি উপলক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান হাসপাতালের নির্বাহী পরিচালক শামসুদ্দোহা মাসুম।

অধ্যাপক ডা: এম.এ.গণির সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালনা পর্ষদের সদস্য মাহাবুব আলম, কামরুল ইসলাম মিলন, শেয়ার হোল্ডার মো: আলাউদ্দিন, ডা: শাহাবুদ্দিন চৌধুরী প্রমুখ।

সংবাদ সম্মেলনে প্রেসক্লাব ময়মনসিংহের সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের ময়মনসিংহ সম্পাদক মো: শামসুল আলম খান, ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আতাউল করিম খোকন, এএইচএম মোতালেব, সিটি প্রেসক্লাবের সভাপতি মো: আইয়ুব আলী, সাধারণ সম্পাদক মতিউল আলম, ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক আবু সালেহ মো: মূসা, দৈনিক কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক নিয়ামুল কবির সজল, বাংলানিউজটোয়েন্টিফোর.কমের স্টাফ করেসপন্ডেন্ট এম আব্দুল্লাহ আল মামুন খান, বাংলাদেশ প্রতিদিনের সৈয়দ মাহফুজুর রহমান নোমান, মানবকণ্ঠের আমান উল্লাহ আকন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে স্বদেশ হাসপাতাল (প্রা:) লিমিটেডের নির্বাহী পরিচালক শামসুদ্দোহা মাসুম বলেন, “২০০৮ সালের পয়লা মার্চ এ হাসপাতাল যাত্রা শুরু করে। এটি সম্পূর্ণ প্রতারণা ও দালালমুক্ত। রিকশাওয়ালা থেকে কোটিপতি এ হাসপাতালে নিয়মিত চিকিৎসা সেবা নিচ্ছেন।”

হাসপাতালের পরিচালনা পর্ষদের সদস্য মাহাবুব আলম এক প্রশ্নের জবাবে বলেন, “এ হাসপাতাল কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের প্রতিষ্ঠান নয়। এর মালিকানায় রয়েছেন প্রায় ৮ শতাধিক শেয়ার হোল্ডার।”

প্রেসক্লাব ময়মনসিংহের সাধারণ সম্পাদক মো: শামসুল আলম খানের এক প্রশ্নের জবাবে স্বদেশ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা: শাহাবুদ্দিন চৌধুরী বলেন, ‘স্বদেশ হাসপাতালের নতুন ক্যাম্পাসে ক্যান্সার স্পেশালিষ্ট বসানোর চিন্তা-ভাবনা রয়েছে।’

বাংলাদেশ সময়: ০৭৩৮ ঘণ্টা, মার্চ ০২, ২০১৩
সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর


ভারপ্রাপ্ত সম্পাদক : তৌহিদুল ইসলাম মিন্টু

ফোন: +৮৮০ ২ ৮৪৩ ২১৮১, +৮৮০ ২ ৮৪৩ ২১৮২ আই.পি. ফোন: +৮৮০ ৯৬১ ২১২ ৩১৩১ নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৬, +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪৩ ২৩৪৬
ইমেইল: [email protected] সম্পাদক ইমেইল: [email protected]
Marketing Department: +880 961 212 3131 Extension: 3039 E-mail: [email protected]

কপিরাইট © 2006-2025 banglanews24.com | একটি ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের (ইডব্লিউএমজিএল) প্রতিষ্ঠান