রাজধানীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করলো বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম | আপডেট: ২২:৫০, জানুয়ারি ২৩, ২০১৩

ঢাকা: সারাদেশে ১৮ দলীয় জোটের গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ কর্মসূচির অংশ হিসেবে বুধবার রাজধানীর সব থানা ও ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বিএনপি।
 
বৃহত্তর সূত্রাপুর ও কোতোয়ালী থানা
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং সমন্বয়কারী তরিকুল ইসলাম, বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর বিএনপি’র আহবায়ক সাদেক হোসেন খোকা সকাল সাড়ে ১১টায় সূত্রাপুর থানাধীন ধোলাইখাল হানিফ স্টিল মিলের সামনে থেকে শুরু করে রায়সাহেব বাজার, ইংলিশ রোড, নয়াবাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
 
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু, যুবদল সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরবসহ স্থানীয় বিএনপি নেতারা।
 
শ্যামপুর থানা
ধোলাইপাড় বাসস্ট্যান্ড থেকে দয়াগঞ্জ মোড়, মীর হাজিরবাগ, ঘুণ্টিঘর ও পোস্তগোলা শ্মশ্মানঘাট এলাকায় গণসংযোগ ও প্রচারপত্র বিলিতে অংশ নেন সাবেক কমিশনার মোজাম্মেল হোসেন শিকদার, বিএনপি নেতা আ ন ম সাইফুল ইসলাম, রাশেদ আহমেদ, শেখ আলী আহমেদ, তৌহিদুল ইসলাম, নাদিম প্রমুখ।
 
কদমতলী থানা
পোস্তগোলা সেতুমার্কেট, আলম মার্কেট, দয়াগঞ্জ নতুন রাস্তা, জুরাইন রেলগেট, দনিয়া বাজার, শনির আখড়া, গোবিন্দপুর বাজার, দনিয়া কলেজ, রায়েরবাগ, শেখদী, জাপানী বাজার এলাকায় গণসংযোগ ও প্রচারপত্র বিলি করা হয়। এতে অংশ নেন বিএনপি নেতা জুম্মন চেয়ারম্যান, মজিবুর রহমান, রেজাউল ইসলাম, আলমগীর খান, দনিয়া ইউপি সদস্য মানিক, মোস্তাফিজুর রহমান মঞ্জু, আব্দুল মোমিন, দেলু, সালেহা আক্তার, শ্রমিক দল নেতা মোজাহিদ, স্বেচ্ছাসেবক দল নেতা পলাশ, যুবদল নেতা ইমন, ছাত্রদল নেতা আনোয়ার, জাসাস নেতা স্বপন, দিলু প্রমুখ।
 
যাত্রাবাড়ী ও ডেমরা থানা
উত্তর যাত্রাবাড়ী সবজি আড়ৎ, চাউলের আড়ৎ, কলাপট্টি, কলেজ মোড়, পুরাতন ডেমরা সড়কের বিভিন্ন এলাকা হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তা, শহীদ ফারুক সড়ক হয়ে দয়াগঞ্জ মোড় পর্যন্ত গণসংযোগ ও প্রচারপত্র বিলি করা হয়। সেখানে নেতৃত্ব দেন- ঢাকা মহানগর বিএনপি’র যুগ্ম-আহবায়ক আতিক উল্লাহ আতিক, সাবেক কমিশনার বাদল সরদার।
 
রমনা থানা
মালিবাগ মোড় থেকে মৌচাক, ওয়্যারলেস, মগবাজার মোড় হয়ে মগবাজার রেলগেট পর্যন্ত গণসংযোগ ও প্রচারপত্র বিলি করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রমনা থানা বিএনপির আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, সদস্য সচিব আমির হোসেন, বিএনপি নেতা সিরাজুল ইসলাম বাচ্চু, জয়নাল আবেদীন জানু, মনির হোসেন, রাশেদ খান, হাজি আশরাফ হোসেন, শ্যামলী প্রমুখ।
 
হাজারীবাগ থানা
ঢাকা ট্যানারি মোড় হতে ট্যানারি এলাকা, জিগাতলা, টালি অফিস হয়ে শিকদার মেডিকেল মোড় পর্যন্ত গণসংযোগ ও প্রচারপত্র বিলি করা হয়। সেখানে নেতৃত্ব দেন হাজারীবাগ থানা বিএনপি সদস্য সচিব আব্দুল আজিজ, বিএনপি নেতা রফিকউল্লাহ, আবুল খায়ের মানিক, সাজু, আব্দুল মান্নান, জামালউদ্দিন, সাইফুল্ ইসলাম রিন্টু, কুরবান আলী, রহিমুদ্দিন, শ্রমিক দল নেতা রেহান আলী প্রমুখ।
 
খিলগাঁও থানা
খিলগাঁও কুমিল্লা হোটেল মোড় থেকে গোড়ান, সিপাহীবাগ হয়ে মেরাদিয়া পর্যন্ত গণসংযোগ ও প্রচারপত্র বিলি করা হয়। সেখানে নেতৃত্ব দেন খিলগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক ৠাডভোকেট ফারুকুল হক, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন, ফজু কমিশনার, এ কে এম চেয়ারম্যান, খিলগাঁও থানা মহিলা দল সাধারণ সম্পাদক বিথি প্রমুখ।
 
পল্লবী থানা
মিরপুর ১১ নম্বর থেকে ১০ নম্বর গোলচত্বর ও আশপাশের বিপনীবিতানে গণসংযোগ ও প্রচারপত্র বিলি করা হয়। সেখানে নেতৃত্ব দেন সাবেক কমিশনার আহসানউল্লাহ হাসান, কাজী আলী ঈমাম আসাদ, বিএনপি নেতা বুলবুল মল্লিক প্রমুখ।
 
কাফরুল থানা
রোকেয়া সরণী, শেওড়াপাড়া ওভারব্রিজ, পশ্চিম কাফরুল, কাজীপাড়া মাদ্রাসা, সেনপাড়া, ১৩ নম্বর কেন্দ্রীয় জামে মসজিদ মোড়, বাদশা কমিউনিটি সেন্টার, হাজী রফিক মসজিদ, ইব্রাহিমপুর কোলপাড় পর্যন্ত গণসংযোগ ও প্রচারপত্র বিলি করা হয়। সেখানে নেতৃত্ব দেন ঢাকা মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক আলী আজগর মাতাব্বর, বিএনপি নেতা শফিউল আজম, আখতার হোসেন, সাবেক কমিশনার হাজী রফিক, আকরামুল হক বাবু, নাসিরুজ্জামান টিপু প্রমুখ।
 
দক্ষিণখান থানা
মোল্লার টেক থেকে আসকোণা পর্যন্ত গণসংযোগ ও প্রচারপত্র বিলি করা হয়। সেখানে নেতৃত্ব দেন উত্তরা থানা বিএনপি সাধারণ সম্পাদক হাজী শাহাবুদ্দিন, বিএনপি নেতা আলী আকবর আলী প্রমুখ।
 
মিরপুর থানা
বড়বাগ বাজার, স্টেডিয়াম, রূপনগর আবাসিক, কল্যাণপুর পর্যন্ত গণসংযোগ ও প্রচারপত্র বিলি করা হয়। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক মুন্সী বজলুল বাসিত আঞ্জু, বিএনপি নেতা সৈয়দ বদরুল আলম বাবুল, আবুল হোসেন আবদুল, কমিশনার শামীম পারভেজ, এসএম আশরাফুর রহমান আশরাফ, দেলোয়ার হোসেন দুলু, আবুল বাশার ভূঁইয়া, ডা. মিল্টন, আজম আলী, হাজী মতিন, আক্তার হোসেন সওদা, শাহ আলম মোল্লা, বিল্লাল হোসেন, শাহাবুদ্দিন, গাজী রফিকুল ইসলাম প্রমুখ।
 
তেজগাঁও থানা
তেজগাঁও স্টেশন রোড বিএনপি কার্যালয় থেকে কারওয়ানবাজার, তেজকুনি পাড়া পর্যন্ত গণসংযোগ ও প্রচারপত্র বিলি করা হয়। নেতৃত্ব দেন ঢাকা মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, বিএনপি নেতা শাহ আলম, সিরাজুল ইসলাম, আইনুল ইসলাম চঞ্চল, মজিবুর রহমান, কবির প্রমুখ।
 
পল্টন থানা
শান্তিনগর বাজার, টুইন টাওয়ার, ইস্টার্ন প্লাস, পল্টন সুপার মার্কেট, পলওয়েল মার্কেট, গাজী ভবন, সিটি হার্ট মার্কেট, স্টেডিয়াম, বায়তুল মোকাররম, জিপিও ও গুলিস্তান এলাকায় গণসংযোগ ও প্রচারপত্র বিলি করা হয়। সেখানে নেতৃত্ব দেন বিএনপি নেতা সেকেন্দার কাদের, এস এম আব্বাস, আশরাফুল হক টিটু, এনামুল হক মিয়া, ফিরোজ আলম প্রমুখ।
 
বৃহত্তর উত্তরা থানা
রাজলক্ষ্মী থেকে আমির কমপ্লেক্স পর্যন্ত গণসংযোগ ও প্রচারপত্র বিলি করা হয়। সেখানে নেতৃত্ব দেন উত্তরখান থানা বিএনপি আহবায়ক মমতাজউদ্দিন, বিএনপি নেতা কফিলউদ্দিন, এফ ইসলাম চন্দন প্রমুখ।
 
লালবাগ, চকবাজার থানা
বেচারাম দেওড়ি, মৌলভীবাজার, বেগম বাজার, জেলখানা, নাজিমুদ্দিন রোড, হোসেনী দালান, চানখার পুল, চকবাজার এলাকায় গণসংযোগ ও প্রচারপত্র বিলি করা হয়। সেখানে নেতৃত্ব দেন ঢাকা মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক আজিজ উল্লাহ আজিজ, বিএনপি নেতা সাবেক কমিশনার হাজী আলতাফ, হাজী হুমায়ুন কবির, সেলিম আহমেদ, হাজী নাসির আহমেদ, কুতুবউদ্দিন, খতিবুর রহমান খোকন, শাহজাহান, কাইয়ুম, আইয়ুব খান প্রমুখ।
 
শাহ আলী থানা
মুক্তিযোদ্ধা মার্কেট থেকে মুক্তবাংলা পর্যন্ত গণসংযোগ ও প্রচারপত্র বিলি করা হয়। এতে নেতৃত্ব দেন বিএনপি নেতা সাবেক কমিশনার ফেরদৌসি আহমেদ মিষ্টি, পাপ্পু, আবু হানিফ কচি, খলিল প্রম‍ুখ।
 
মোহাম্মদপুর থানা
৪৪, ৪৫, ৪৬, ৪৭ নম্বর ওয়ার্ড এর স্থানীয় নেতাদের নেতৃত্বে গণসংযোগ ও প্রচারপত্র বিলি করা হয়।
 
গুলশান ও বনানী থানা
গুলশান ১ ও ২, বনানী, কাকলী, মহাখালী, শাহজাদপুর, কালাচানপুর এলাকায় গণসংযোগ ও প্রচারপত্র বিলি করা হয়। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর বিএনপি‘র যুগ্ম আহবায়ক আব্দুল আলীম নকী, বিএনপি নেতা সাবেক কমিশনার আবুল কালাম আজাদসহ স্থানীয় বিএনপি নেতারা।
 
শেরেবাংলা নগর থানা
শ্যামলী কাজী অফিস থেকে দুই নম্বর রোড পর্যন্ত গণসংযোগ ও প্রচারপত্র বিলি করা হয়। এতে নেতৃত্ব দেন বিএনপি নেতা সাবেক কমিশনার এবি সিদ্দিকসহ স্থানীয় নেতারা।
 
সবুজবাগ ও মুগদা থানা
বাসাবো টেম্পো স্ট্যান্ড, মাদারটেক চৌরাস্তা, নন্দীপাড়া ব্রিজ, মুগদা ওয়াসা রোড, মুগদা বড় মসজিদ, মান্ডা ব্রিজ হয়ে মান্ডা শেষ মাথা পর্যন্ত গণসংযোগ ও প্রচারপত্র বিলি করা হয়। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক হাজী শামসুল হুদা, বিএনপি নেতা সাবেক কমিশনার  হাজী গোলাম হোসেন, হামিদুল হক, মামুনুর রশীদ, রোকনুজ্জামান দিপু প্রমুখ।
 
আদাবর থানা
আদাবর বাজার, মনসুরাবাদ হাউজিং, বায়তুল আমান হাউজিং, সুনিবিড় হাউজিং, ১০ নম্বর বাজার হয়ে ঢাকা উদ্যান পর্যন্ত গণসংযোগ ও প্রচারপত্র বিলি করা হয়। এতে নেতৃত্ব দেন বিএনপি নেতা আবুল হাশেম, ৠাডভোকেট আক্তারুজ্জামান, নাসিরউদ্দিন, আবুল কালাম আজাদ, শাহেন শাহ, দিপ্তি প্রমুখ।
 
ধানমন্ডি থানা
জিগাতলা বাসস্ট্যান্ড থেকে ধানমন্ডি সাত মসজিদ রোড, রাইফেলস স্কোয়ার, সিটি কলেজ হয়ে ধানমন্ডি ৬ নম্বর মিরপুর রোড পর্যন্ত গণসংযোগ ও প্রচারপত্র বিলি করা হয়। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক আবু সাঈদ খান খোকন, বিএনপি নেতা শেখ রবিউল আলম, রফিকুল ইসলাম ভূঁইয়া, যুবদলের হাবিবুর রহমান হাবিব, ছাত্রদলের এরশাদউল্লাহ সজিব প্রমুখ।
 
শাহবাগ থানা
বারডেম হাসপাতাল থেকে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন, মৎস্য ভবন, প্রেস ক্লাব, শিক্ষা ভবন, হাইকোর্ট হয়ে বঙ্গবাজার পর্যন্ত গণসংযোগ ও প্রচারপত্র বিলি করা হয়। এতে নেতৃত্ব দেন শাহবাগ থানা বিএনপি আহবায়ক আবুল আহসান তালুকদার ননী, সদস্য সচিব এম এ হান্নান, বিএনপি নেতা শামসুল আলম চিনু,  জাহিদ হোসেন নোয়াব, স্বপন, সিরাজুল ইসলাম, ওসমান, মাহমুদ প্রম‍ুখ।
 
বাড্ডা ও ভাটারা থানা
মধ্য বাড্ডা নতুন রাস্তা থেকে শুরু হয়ে বাড্ডা এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ ও প্রচারপত্র বিলি করা হয়। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর বিএনপি’র আহবায়ক সাদেক হোসেন খোকা, স্বেচ্ছাসেবক দল সভাপতি হাবিব উন নবী খান সোহেল, ঢাকা মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক এম এ কাইয়ুম, যুবদল সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব, ঢাকা মহানগর উত্তর যুবদল সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গির, বিএনপি নেতা সাবেক কমিশনার কাজী হযরত আলী, এজিএম শামসুল হক শামসু প্রমুখ।
 
সন্ধ্যার আগে আগে দলটির পূর্বনির্ধারিত এই কর্মসূচিটি শেষ হয়।
 
বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৩
এসকেএস/জেডএম


সম্পাদক : লুৎফর রহমান হিমেল

ফোন: +৮৮০ ২ ৮৪৩ ২১৮১, +৮৮০ ২ ৮৪৩ ২১৮২ আই.পি. ফোন: +৮৮০ ৯৬১ ২১২ ৩১৩১ নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৬, +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪৩ ২৩৪৬
ইমেইল: [email protected] সম্পাদক ইমেইল: [email protected]
Marketing Department: +880 961 212 3131 Extension: 3039 E-mail: [email protected]

কপিরাইট © 2006-2025 banglanews24.com | একটি ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের (ইডব্লিউএমজিএল) প্রতিষ্ঠান