সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের জমিসহ ২ বাড়ি জব্দের আদেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম | আপডেট: ১৫:২৪, জুলাই ১০, ২০২৫
মো. জিল্লুল হাকিম। সংগৃহীত ছবি

মো. জিল্লুল হাকিম। সংগৃহীত ছবি

রাজবাড়ী: পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক রেলপথ মন্ত্রী ও রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. জিল্লুল হাকিমের নামে থাকা জমি ও দুটি বাড়ি জব্দের আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত। 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (৯ জুলাই) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। 

জব্দের আবেদনটি করেন দুদকের উপ-পরিচালক মোজাম্মেল হোসেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজিল আহমেদ।

আদালতের আদেশ অনুযায়ী, জব্দ করা সম্পদের মধ্যে রয়েছে ঢাকার উত্তরা মডেল টাউনে পাঁচ কাঠা জমির ওপর নির্মিত ছয়তলা একটি বাড়ি এবং রাজবাড়ী জেলায় তিনতলা একটি বাড়িসহ মোট ৮০ দশমিক ৩৫ শতক জমি।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে, আসামি জিল্লুল হাকিমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তিনি ঢাকা ও রাজবাড়ীসহ বিভিন্ন স্থানে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এ বিষয়ে মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

তদন্ত চলাকালে তার স্বার্থ সংশ্লিষ্ট যেসব স্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে, তা মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ১০ ও ১৪ ধারা এবং দুদক বিধিমালা, ২০০৭-এর ১৮ ধারার আওতায় ক্রোক করা একান্ত প্রয়োজনীয় বলে উল্লেখ করা হয়।

এর আগে চলতি বছরের ১৯ জানুয়ারি একই আদালত সাবেক মন্ত্রী জিল্লুল হাকিম, তার স্ত্রী সাঈদা হাকিম এবং ছেলে আশিক মাহমুদের নামে থাকা ২৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন। এসব হিসাবে জমা রয়েছে মোট ১৪ কোটি ২৫ লাখ টাকা।

এরও আগে ২০২৩ সালের ১৭ অক্টোবর তাদের তিনজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়।

এসআরএস


সম্পাদক : তৌহিদুল ইসলাম মিন্টু

ফোন: +৮৮০ ২ ৮৪৩ ২১৮১, +৮৮০ ২ ৮৪৩ ২১৮২ আই.পি. ফোন: +৮৮০ ৯৬১ ২১২ ৩১৩১ নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৬, +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪৩ ২৩৪৬
ইমেইল: [email protected] সম্পাদক ইমেইল: [email protected]
Marketing Department: +880 961 212 3131 Extension: 3039 E-mail: [email protected]

কপিরাইট © 2006-2025 banglanews24.com | একটি ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের (ইডব্লিউএমজিএল) প্রতিষ্ঠান