জন্মদিনে সংসার ভাঙার ঘোষণা অভিনেত্রীর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম | আপডেট: ১৬:৫২, জুলাই ২, ২০২৫
সুস্মিতা রায়

সুস্মিতা রায়

ভারতীয় অভিনেত্রী সুস্মিতা রায়। মঙ্গলবার ছিল তার জন্মদিন। বিশেষ দিনটি সুস্মিতর জীবনের একটি অনাকাঙ্ক্ষিত দিনও বলা যায়। এদিন স্বামী সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে একজোটে বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি।

তাদের বিচ্ছেদের খবরের বিষয়ে সুস্মিতার বন্ধু ও দেওর অভিনেতা সায়ক চক্রবর্তী ভারতীয় গণমাধ্যমকে জানান, কিছু সমস্যা তৈরি হয়েছিল তাদের মধ্যে। সুস্মিতা এবং তার স্বামী বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ রক্ষা হল না।

এদিকে সামাজিকমাধ্যমে স্বামীর সঙ্গে বার্তা দেন সুস্মিতা। সেখানে অভিনেত্রীর স্বামীর পক্ষ থেকে বার্তা আসে, উভয়ের সম্মতিতেই বিচ্ছিন্ন হচ্ছেন তারা। এটাই সুস্মিতাকে জন্মদিন উপলক্ষে তার স্বামীর শেষ পোস্ট। একই সঙ্গে অনুরোধ জানান, তার স্ত্রীকে বা তার মন্তব্য বাক্সে যেন এর পরেই সবাই কটূক্তিতে ভরিয়ে না দেন।

বলে রাখা যায়, আড়াই বছর আগেও তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন। সায়কের কথায়, ওরা সে সময়েও একবার বিচ্ছেদের কথা ভেবেছিলেন। তারপর সব ভুলে আগের মতোই এক ছাদের নীচে বসবাস করতে থাকেন। ফলে, এই দিনটি যে দেখতে হবে সেটা একেবারেই ভাবতে পারিনি। 

গেল বছরের নভেম্বরে সুস্মিতার স্বামীর জন্মদিন ছিল। সেদিন সুস্মিতা আর তার বান্ধবী একসঙ্গে মিলে দিনটি উদযাপন করেছিলেন। তখনও বোঝা যায়নি, মাত্র কয়েক মাসে বদলে যাবে দৃশ্যপট।

প্রসঙ্গত, বড় পর্দা ও ছোট পর্দা দুই মাধ্যমেই কাজ করেন সুস্মিতা। বর্তমানে জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’তে নিয়মিত দেখা যাচ্ছে তাকে।

এনএটি 


ভারপ্রাপ্ত সম্পাদক : তৌহিদুল ইসলাম মিন্টু

ফোন: +৮৮০ ২ ৮৪৩ ২১৮১, +৮৮০ ২ ৮৪৩ ২১৮২ আই.পি. ফোন: +৮৮০ ৯৬১ ২১২ ৩১৩১ নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৬, +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪৩ ২৩৪৬
ইমেইল: [email protected] সম্পাদক ইমেইল: [email protected]
Marketing Department: +880 961 212 3131 Extension: 3039 E-mail: [email protected]

কপিরাইট © 2006-2025 banglanews24.com | একটি ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের (ইডব্লিউএমজিএল) প্রতিষ্ঠান