আ.লীগের সাবেক এমপি ধনু ৫ দিনের রিমান্ডে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম | আপডেট: ১৬:০৩, জুন ১৯, ২০২৫
পাঁচদিনের রিমান্ডে কাজিম উদ্দিন আহম্মেদ ধনু

পাঁচদিনের রিমান্ডে কাজিম উদ্দিন আহম্মেদ ধনু

ছাত্র-জনতার আন্দোলনে ময়মনসিংহের প্রথম শহীদ রেদোয়ান হাসান সাগর (২৪) হত্যা মামলায় ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) কাজিম উদ্দিন আহম্মেদ ধনুর (৬০) জামিন না মঞ্জুর করে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ সময় কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ১২টায় ময়মনসিংহের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. শরিফুল হক এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সোহরাব আলী এতথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত বছরের ৫ আগস্টের পর শহীদ রেদোয়ান হাসান সাগর হত্যার ঘটনায় একাধিক মামলা দায়ের হয়। এর মধ্যে বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের দায়ের করা একটি মামলায় সম্প্রতি গ্রেপ্তার হন সাবেক সংসদ সদস্য (এমপি) কাজিম উদ্দিন আহম্মেদ ধনু। বৃহস্পতিবার একই ঘটনায় ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত উদ্দিন আহাম্মদের দায়ের করা মামলায় আদালতে ধনুকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করা হয়। এসময় বিচারক শুনানি শেষে পাঁচদিনের রিমান্ড আদেশ দিয়ে আসামিপক্ষের জামিন আবেদন নামঞ্জুর করেন।      

মামলায় রিমান্ড আদেশের পক্ষে শুনানি করেন জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আনোয়ারুল আজিজ টুটুল, জেলা আইনজীবী সমিতির সদস্য সচিব সাদ উদ্দিন প্রিন্সসহ প্রায় দুই ডজন আইনজীবী। 

এসময় আসামিপক্ষের শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট এমদাদুল হক, টিএইচ খান তাপস, আ. রাজ্জাকসহ আরও কয়েকজন আইনজীবী। 

গত ১৫ মে ঢাকার আফতাব নগর এলাকা থেকে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য কাজিম উদ্দিন গ্রেপ্তার হন।

এসআরএস


ভারপ্রাপ্ত সম্পাদক : তৌহিদুল ইসলাম মিন্টু

ফোন: +৮৮০ ২ ৮৪৩ ২১৮১, +৮৮০ ২ ৮৪৩ ২১৮২ আই.পি. ফোন: +৮৮০ ৯৬১ ২১২ ৩১৩১ নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৬, +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪৩ ২৩৪৬
ইমেইল: [email protected] সম্পাদক ইমেইল: [email protected]
Marketing Department: +880 961 212 3131 Extension: 3039 E-mail: [email protected]

কপিরাইট © 2006-2025 banglanews24.com | একটি ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের (ইডব্লিউএমজিএল) প্রতিষ্ঠান