টাইগারদের নয়া কাপ্তান মিরাজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম | আপডেট: ২০:৫২, জুন ১২, ২০২৫
মেহেদি হাসান মিরাজ

মেহেদি হাসান মিরাজ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে সংস্করণের নতুন অধিনায়ক হয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এ সংস্করণের আগের দায়িত্বে ছিলেন নাজমুল হোসেন শান্ত। 

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। টেস্টে শান্তই থাকছেন অধিনায়ক। এর মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট দল তিন সংস্করণে তিনজন অধিনায়ক পেল। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র জানিয়েছে, মিরাজকে এক বছরের জন্য নেতৃত্বের দায়িত্ব দেওয়া হবে। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যায় জানায়, আগামী ১২ মাসের (এক বছর) জন্য আন্তর্জাতিক ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মিরাজ। ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার নাজমুল হোসেন শান্ত’র স্থলাভিষিক্ত হবেন আগামী মাসে শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে।

এর আগেও বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন মিরাজ। গত ডিসেম্বরে ক্যাপ্টেন শান্ত সফরে যেতে পারেননি। সে সময় ৪টি ওয়ানডেতে অধিনায়কের দায়িত্ব পালন করে মিরাজ। 

আন্তর্জাতিক ক্যারিয়ারে ১০৫ ওয়ানডে খেলা অলরাউন্ডার মিরাজের রান ১৬১৭। তিনি উইকেট নিয়েছেন ১১৭ উইকেট। ওয়ানডেতে ন্যূনতম ১০০০ রান ও ১০০ উইকেট নিয়ে তিনি এলিট লিস্টে আছেন তিনি। এই তালিকায় বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে রয়েছেন কেবল সাকিব আল হাসান, মাশরাফি বিন মোর্ত্তজা ও সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক। 

এমজে


ভারপ্রাপ্ত সম্পাদক : তৌহিদুল ইসলাম মিন্টু

ফোন: +৮৮০ ২ ৮৪৩ ২১৮১, +৮৮০ ২ ৮৪৩ ২১৮২ আই.পি. ফোন: +৮৮০ ৯৬১ ২১২ ৩১৩১ নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৬, +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪৩ ২৩৪৬
ইমেইল: [email protected] সম্পাদক ইমেইল: [email protected]
Marketing Department: +880 961 212 3131 Extension: 3039 E-mail: [email protected]

কপিরাইট © 2006-2025 banglanews24.com | একটি ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের (ইডব্লিউএমজিএল) প্রতিষ্ঠান