৮ দিন পর শুক্রবার খুলছে আহসান মঞ্জিল

সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম | আপডেট: ১৫:১৫, জুন ১২, ২০২৫
আহসান মঞ্জিল। ছবি:  ডি এইচ বাদল

আহসান মঞ্জিল। ছবি: ডি এইচ বাদল

ঢাকা: টানা ঈদের ছুটির পর আগামীকাল শুক্রবার (১৩ জুন) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে ঐতিহাসিক আহসান মঞ্জিল জাদুঘর। 

ঈদুল আজহার সরকারি ছুটি উপলক্ষে ৫ জুন থেকে ১২ জুন পর্যন্ত এটি বন্ধ ছিল। তবে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ আনন্দে শামিল করতে ঈদের দিন (৭ জুন) এটি উন্মুক্ত রাখা হয়েছিল।

বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, সাপ্তাহিক বন্ধ থাকায় মূল ফটকে তালা লাগানো। ভেতরে ও চারপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। কর্মীরা চেয়ার-টেবিল, টিকিট কাউন্টারসহ বিভিন্ন স্থানে পানি দিয়ে ধোয়ামোছার কাজ করছেন। দর্শনার্থীদের নিরাপত্তা ও সেবার মান নিশ্চিত করতে নিরাপত্তা কর্মী ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে সভাও করেছে কর্তৃপক্ষ।

আহসান মঞ্জিলের ডিসপ্লে অফিসার মো. মোস্তফা কামাল বলেন, ঈদের ছুটি শেষ হলেও আমেজ এখনো রয়ে গেছে। ঈদের সময় সাধারণত সবচেয়ে বেশি দর্শনার্থীর ভিড় থাকে এখানে। কয়েকদিন বন্ধ থাকার কারণে এবার দর্শনার্থীর চাপ আরও বাড়বে। এ কারণে নিরাপত্তা ও নাগরিক সেবা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের নিজস্ব আনসার বাহিনীর পাশাপাশি পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তাও থাকবে।

তবে বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধের বিষয়টি অনেক দর্শনার্থী না জানায় সকালে ঢাকা ও আশপাশের এলাকা থেকে বহু মানুষ আহসান মঞ্জিলে এসে ফিরে যান। কেউ কেউ বিরক্তি ও হতাশাও প্রকাশ করেন।

রূপগঞ্জ থেকে আসা দর্শনার্থী জোনায়েদ বলেন, ঈদের ছুটিতে পরিবার নিয়ে ঢাকার ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখার পরিকল্পনা করেছি। রাস্তা ফাঁকা, সময়ও হাতে। অনেক জায়গা ঘুরে এসেছি, তবে আহসান মঞ্জিলে এসে মন খারাপ হয়ে গেল। জানতাম না বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ।

ঐতিহাসিক গুরুত্ব ও স্থাপত্যশৈলীতে সমৃদ্ধ আহসান মঞ্জিল এক সময় ছিল ঢাকার নবাবদের রাজপ্রাসাদ। রাজধানীর ইসলামপুরে বুড়িগঙ্গার তীরে অবস্থিত এই ভবন বর্তমানে জনপ্রিয় একটি যাদুঘর। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও নবাবদের জীবনযাত্রা সম্পর্কে জানতে আগ্রহীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ গন্তব্য।

প্রতিদিন শনিবার থেকে বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং শুক্রবার বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত টিকিট কেটে ভেতরে প্রবেশ ও ঘোরাফেরার সুযোগ পাবেন দর্শনার্থীরা। বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ থাকবে।

ডিএইচবি/আরএইচ


ভারপ্রাপ্ত সম্পাদক : তৌহিদুল ইসলাম মিন্টু

ফোন: +৮৮০ ২ ৮৪৩ ২১৮১, +৮৮০ ২ ৮৪৩ ২১৮২ আই.পি. ফোন: +৮৮০ ৯৬১ ২১২ ৩১৩১ নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৬, +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪৩ ২৩৪৬
ইমেইল: [email protected] সম্পাদক ইমেইল: [email protected]
Marketing Department: +880 961 212 3131 Extension: 3039 E-mail: [email protected]

কপিরাইট © 2006-2025 banglanews24.com | একটি ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের (ইডব্লিউএমজিএল) প্রতিষ্ঠান