পাবনায় নিজামীর এপিএসসহ ১১ জামায়াত নেতার বিরুদ্ধে চার্জশিট

পাবনা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম | আপডেট: ০৭:৫১, আগস্ট ২৭, ২০১২

পাবনা: উন্নয়ন প্রকল্পের ১২০ টন গম আত্মসাৎ করার অভিযোগে সাবেক কৃষিমন্ত্রী জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর এপিএস মো: শফিকুল ইসলাম এবং সাঁথিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সাঁথিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলীসহ মোট ১১ জনের  বিরুদ্ধে  চার্জশিট দাখিল করেছে পুলিশ।

সাঁথিয়া উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের মো: লুৎফর রহমান বাদী হয়ে ২০০৭ সালের ৬মে সাঁথিয়া আমলী আদালতে মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি তদন্ত সাপেক্ষে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা প্রহণের নির্দেশ দেন। ওই বছরই ১৭ মে সাঁথিয়া থানায় নিয়মিত মামলা হিসেবে এটিকে রেকর্ড করা হয়।

দীর্ঘ তদন্ত শেষে বেড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: আবু নাসের গত ৭ আগস্ট ১১ জনকে আসামী করে অভিযোগপত্র দাখিল করেন (অভিযোগ পত্র নং-১৪৭, তাং ০৭/৮/২০১২)। আদালতে ১২আগস্ট এটি জমা হয়। দ-বিধি ৪২০, ৪০৬ ও ৩৪ ধারা মোতাবেক অভিযোগ দাখিল করা হয়েছে বলে জানা গেছে।

পানি উন্নয়ন বোর্ডের অধীনে ‘পাবনা সেচ ও পল্লী উন্নয়ন প্রকল্প’ভূক্ত নন্দনপুর ইউনিয়নের ডি-২ এর এস-১০Ñনিষ্কাশন ক্যানেলের সংস্কার কাজের জন্য ২০০২ সালে বরাদ্দ দেয়া হয় ১শ’২০ মে.টন গম। অথচ প্রকল্পের কোন প্রকার কাজ না করে সব গমই কালোবাজারে বিক্রি করে অভিযুক্তরা সরকারি প্রকল্পের ১১ লাখ টাকা আত্মসাৎ করেন।

অভিযুক্তরা সকলেই জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতা। যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা হলেন, প্রকল্প চেয়ারম্যান সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: সিরাজউদ্দৌলা, সাঁথিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এবং সাঁথিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলী, সাবেক কৃষিমন্ত্রী জামায়াত নেতা মাওলানা মতিউর রহমান নিজামীর এপিএস হাড়িয়া গ্রামের শফিকুল ইসলাম রতন, প্রকল্পের সচিব, শংকরপাশা গ্রামের মো: সেলিম, দারামুদা গ্রামের আব্দুল কাদের, ছন্দহ গ্রামের হারুন অর রশিদ, মাসুদুল হক, মো: আব্দুল কদ্দুস ও  জাহাঙ্গীর, পিয়াদহ গ্রামের মুকুল হোসেন ও মতিউর রহমান নিজামীর মামাতো বোন নাজমা খাতুন।

তদন্তে উল্লেখ করা হয়েছে সাবেক কৃষি মন্ত্রী মতিউর রহমান নিজামী ২০০২ সালের ১৪ মার্চ পানি উন্নয়ন বোর্ডের বেড়াস্থ নির্বাহী প্রকৌশলীকে প্রকল্পের কমিটি করার জন্য জামায়াতের সাঁথিয়া উপজেলার আমীর মোহাম্মদ আলীর সঙ্গে পরামর্শ করে প্রকল্প প্রণয়নের নির্দেশ দেন। জামায়াত আমীর মোহাম্মদ আলীর লিখিত প্রকল্প কমিটির উপর সুপারিশ করেন তৎকালীন কৃষি মন্ত্রী মতিউর রহমান নিজামী।

বাদী লুৎফর রহমানের মামলার এজাহারে পানি উন্নয়ন বোর্ডের বেড়া ডিভিশনের প্রকল্প পরিচালক সমীর কুমার ভট্টাচার্য এবং সাঁথিয়াস্থ কার্যালয়ের এসডিও আব্দুস সহিদকে আসামী করা হয়েছিল। পাবনা জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামলা পর্যালোচনা করে দ-বিধি ৪০৯ ধারা মোতাবেক খ- নথি সৃষ্টি করে উল্লেখিত দুই সরকারি কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করার জন্য দুর্নীতি দমন কমিশনে প্রেরণ করেছেন।

মামলার বাদী লুৎফর রহমান জানান, যেহেতু বিগত জোট সরকারের সময় মতিউর রহমান নিজামী ছিলেন মন্ত্রী এবং তার দলের লোকজন (যারা প্রকল্পের সঙ্গে জড়িত) ক্ষমতায় ছিলেন, সে কারণেই তিনি মনে করেছেন ওই সময় তিনি ন্যায় বিচার পাবেন না। এজন্যই তিনি তত্ত্বাবধায়ক সরকারের সময় মামলাটি দায়ের করেন। তিনি আরও বলেন, উক্ত প্রকল্প বাস্তবায়ন হলে এলাকার কৃষকদের উপকার হতো। তিনি জনস্বার্থে মামলা করেছেন বলেও জানান।

মামলার তদন্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মো: আবু নাসের বলেন, প্রকল্পের নথিপত্র পর্যালোচনা করে এবং প্রকল্প এলাকার ৫১ ব্যক্তির সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৬২২ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১২
প্রতিবেদন:হাবিবুর রহমান স্বপন/সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর


সম্পাদক : তৌহিদুল ইসলাম মিন্টু

ফোন: +৮৮০ ২ ৮৪৩ ২১৮১, +৮৮০ ২ ৮৪৩ ২১৮২ আই.পি. ফোন: +৮৮০ ৯৬১ ২১২ ৩১৩১ নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৬, +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪৩ ২৩৪৬
ইমেইল: [email protected] সম্পাদক ইমেইল: [email protected]
Marketing Department: +880 961 212 3131 Extension: 3039 E-mail: [email protected]

কপিরাইট © 2006-2025 banglanews24.com | একটি ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের (ইডব্লিউএমজিএল) প্রতিষ্ঠান