খুলনার দৈনিক প্রবর্তন সম্পাদকের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম | আপডেট: ০১:০৫, আগস্ট ২৪, ২০১২

খুলনা: খুলনা থেকে প্রকাশিত দৈনিক প্রবর্তন স¤পাদক মোস্তফা সরোয়ারের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা সদর থানায় মামলাটি রেকর্ড হয়। মামলা নং-২২।

খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জেলহাজ উদ্দিন বাংলানিউজকে জানান,  হেলাতলা রোড এলাকায় ১৪ আগস্ট কাজী আলমগীর হোসেন নামে এক ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাতের অভিযোগে এই মামলাটি দায়ের করা হয়েছে।

মামলার বাদী আহতের চাচাত ভাই কাজী আসাদ। তার বাড়ি ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এলাকায়।

তিনি আরও জানান, দায়েরকৃত হত্যাচেষ্টা মামলায় মোস্তফা সরোয়ারসহ আরও ৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

দৈনিক প্রবর্তন সম্পাদক মোস্তফা সরোয়ারের সঙ্গে তার পত্রিকা অফিসের নাম্বারে (০৪১-২৮৩০১০২) যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, দৈনিক প্রবর্তন সম্পাদক মোস্তফা সরোয়ার জেলার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউপি চেয়ারম্যান।

বাংলাদেশ সময় : ১৩০১ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১২
প্রতিবেদন: মাহবুবুর রহমান মুন্না/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর


ভারপ্রাপ্ত সম্পাদক : তৌহিদুল ইসলাম মিন্টু

ফোন: +৮৮০ ২ ৮৪৩ ২১৮১, +৮৮০ ২ ৮৪৩ ২১৮২ আই.পি. ফোন: +৮৮০ ৯৬১ ২১২ ৩১৩১ নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৬, +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪৩ ২৩৪৬
ইমেইল: [email protected] সম্পাদক ইমেইল: [email protected]
Marketing Department: +880 961 212 3131 Extension: 3039 E-mail: [email protected]

কপিরাইট © 2006-2025 banglanews24.com | একটি ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের (ইডব্লিউএমজিএল) প্রতিষ্ঠান