খুলনা: খুলনা থেকে প্রকাশিত দৈনিক প্রবর্তন স¤পাদক মোস্তফা সরোয়ারের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা সদর থানায় মামলাটি রেকর্ড হয়। মামলা নং-২২।
খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জেলহাজ উদ্দিন বাংলানিউজকে জানান, হেলাতলা রোড এলাকায় ১৪ আগস্ট কাজী আলমগীর হোসেন নামে এক ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাতের অভিযোগে এই মামলাটি দায়ের করা হয়েছে।
মামলার বাদী আহতের চাচাত ভাই কাজী আসাদ। তার বাড়ি ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এলাকায়।
তিনি আরও জানান, দায়েরকৃত হত্যাচেষ্টা মামলায় মোস্তফা সরোয়ারসহ আরও ৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
দৈনিক প্রবর্তন সম্পাদক মোস্তফা সরোয়ারের সঙ্গে তার পত্রিকা অফিসের নাম্বারে (০৪১-২৮৩০১০২) যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি।
উল্লেখ্য, দৈনিক প্রবর্তন সম্পাদক মোস্তফা সরোয়ার জেলার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউপি চেয়ারম্যান।
বাংলাদেশ সময় : ১৩০১ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১২
প্রতিবেদন: মাহবুবুর রহমান মুন্না/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর