পাটের সর্বোত্তম সম্ভাবনা খুঁজতে জোর দিতে হবে

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম | আপডেট: ১৯:৪১, ডিসেম্বর ১৫, ২০২৩

ঢাকা: পাটের সর্বোত্তম সম্ভাবনা খুঁজতে জোর দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

শুক্রবার (১৫ ডিসেম্বর) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ বিষয়ে জোর দেন।

পাটকে ভবিষ্যতের ফাইবার হিসেবে তুলে ধরার লক্ষ্যে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক আলোচনা সভার আয়োজন করে পররাষ্ট্র এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

অনুষ্ঠানে শাহরিয়ার আলম পাট পণ্য শিল্প বিকাশে পাঁচটি প্রস্তাব তুলে ধরেন। তিনি বলেন, পাট শিল্প  বিকাশে প্রথমত পাট পণ্যকে পরিবেশবান্ধব বিকল্প হিসেবে প্রচার করতে হবে।

দ্বিতীয়ত, পাট ও পাটজাত পণ্যের অবাধ ও ন্যায্য বাণিজ্য প্রসারে পাট চাষি এবং উদ্যোক্তাদের সহযোগিতা করতে হবে।

তৃতীয়ত, পাটের সর্বোত্তম সম্ভাবনা খুঁজতে পাটজাত পণ্যের জন্য গবেষণা ও উদ্ভাবনে বিনিয়োগ করতে হবে।

চতুর্থত, পাটের গুণমান উন্নত করা, কাঁচা পাট আহরণ ও প্রক্রিয়াজাতকরণসহ পাট পণ্যের নকশা ও উন্নয়নে সহযোগিতা করতে হবে।

পঞ্চমত, টেকসই টেক্সটাইল, প্যাকেজিং, আসবাবপত্র বা কাগজের সন্ধান ও বিশ্বজুড়ে তরুণদের জন্য সম্ভাব্য জীবনধারার পছন্দ হিসেবে পাট পণ্যকে ছড়িয়ে দিতে হবে।

অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ বলেন, পরিবেশবন্ধব পণ্য হিসেবে বিশ্বজুড়ে পাট পণ্যের সুনাম রয়েছে। পাট পণ্যকে বিশ্ব জুড়ে ছড়িয়ের দেওয়ার নানা সুযোগ রয়েছে। এই সুযোগ আমাদের নিতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাসুদ বিন মোমেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুর রউফ, ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইলি।

অনুষ্ঠান শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি প্রাঙ্গণে পাট পণ্যের প্রদর্শনী ও ফ্যাশন শো-র আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৩
টিআর/এসআইএ


ভারপ্রাপ্ত সম্পাদক : তৌহিদুল ইসলাম মিন্টু

ফোন: +৮৮০ ২ ৮৪৩ ২১৮১, +৮৮০ ২ ৮৪৩ ২১৮২ আই.পি. ফোন: +৮৮০ ৯৬১ ২১২ ৩১৩১ নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৬, +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪৩ ২৩৪৬
ইমেইল: [email protected] সম্পাদক ইমেইল: [email protected]
Marketing Department: +880 961 212 3131 Extension: 3039 E-mail: [email protected]

কপিরাইট © 2006-2025 banglanews24.com | একটি ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের (ইডব্লিউএমজিএল) প্রতিষ্ঠান