ব্রাহ্মণবাড়িয়া: চাঁদাবাজির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহবাজপুর পুলিশ ফাঁড়ির সব পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
শনিবার বিকেলে পুলিশ সুপারের নির্দেশে তাদের প্রত্যাহার করে নেওয়া হয়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বাংলানিউজকে জানান, চাঁদাবাজির অভিযোগে পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা আর্মড এসআই মো. ইসমাইলসহ মোট ১৪ জন পুলিশ সদস্যকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ইতোমধ্যে, সেখানে নতুন পুলিশ সদস্যরা যোগ দিয়েছেন।
উল্লেখ্য,শনিবার সকালে শাহবাজপুর এলাকায় ট্রাক্টর থামিয়ে পুলিশের চাঁদাবাজির সময় পেছন থেকে আসা আরেকটি পণ্যবাহী ট্রাকের ধাক্কায় ট্রাক্টরচালক নিহত হন।
এ ঘটনায় বিক্ষোব্ধ জনতা পুলিশ ফাঁড়ি এবং ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় ৩ ঘণ্টা অবরোধ করে রাখেন। পরে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, জুন ৩০, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর