ঢাকা: মঙ্গলবারে অপহৃত রফিকুল ইসলাম(৩২) নামের এক ব্যক্তিকে হাইকোর্টের সামনে থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ।
শুক্রুবার বেলা ১১ টায় শাহবাগ থানার এসআই মুক্তার হোসেন তাকে উদ্ধার করেন।
রফিকুলের বাবা শাহাদাত হোসেন জানান, রফিকুল চকবাজারে অবস্থিত সাগুন কমিউনিটি সেন্টারের ম্যানেজারের দায়িত্বে আছেন। গত মঙ্গলবার রফিকুল ব্যক্তিগত কাজের উদ্দেশে সকালে মতিঝিলের দিকে রওনা দেয়। এর পর থেকে আমরা তাকে আর খুঁজে পাচ্ছিলাম ননা। আজ সকালে অজ্ঞাত ১জন রফিকুলের সাগুন কমিউনিটি সেন্টারের মালিক নুরুল ইসলামকে ফোন করে বলে রফিকুলকে হাইকোর্টের সামনে ফেলে গেলাম।
এর পর নুরুল ইসলাম আমাদের খবর দিলে আমরা শাহবাগ থানার সহযোগিতায় বেলা ১১ টায় তাকে উদ্ধার করি। তবে কে কি কারণে তাকে অপহরণ করেছে তা তিনি জানেন না বলে বলে জানান তিনি।
এ বিষয়ে শাগবাগ থানার এসআই মুক্তার হোসেন বাংলানিউজকে জানান, রফিকুলের পরিবারের সংবাদের ভিত্তিতে আমরা হাইকোর্টের সমনে থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠিয়েছি। রফিকুল অচেতন থাকায় কারা তাকে অপহরণ করেছেল তা এখনো আমরা জানতে পারেনি।
তিনি সুস্থ হলে পরিবারের পক্ষে একটি মামলা করা হবে বলে পরিবারের পক্ষ থেকে তাদের জানানো হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, জুন ২২, ২০১২
আইএম/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর