মাটির বিছানায় শায়িত গজল সম্রাট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম | আপডেট: ০৫:৫৬, জুন ১৬, ২০১২

উপমহাদেশের কিংবদন্তি গজল সম্রাট মেহেদি হাসানের দাফন সম্পন্ন হয়েছে। পাকিস্তানের উত্তর করাচির শাহ মোহাম্মাদ কবরস্থানে ধ্রুপদী এ শিল্পীর দাফন সম্পন্ন হয়। অগুনতি ভক্তের শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শনের মধ্য দিয়ে মেহেদি হাসানকে মাটির বিছানায় শায়িত করা ১৫ জুন শুক্রবার বাদ জুমা। গজল সম্রাটের দাফনের সার্বিক তত্ত্বাবধানে ছিল করাচি মিউনিসিপ্যাল করপোরেশন।

লাখো মানুষের চোখের পানি ঝরিয়ে গজলসম্রাট মেহেদি হাসান করাচির আগা খান হাসপাতালে  ১৩ জুন বুধবার বেলা ১২টায় চলে যান না-ফেরার দেশে। প্রায় বছর খানেক ধরে শ্বাস-প্রশ্বাস ও বার্ধক্যজনিত ব্যাধিতে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

দাফনের আগ পর্যন্ত গজল সম্্রাট মেহেদি হাসানকে শেষবার এক নজর দেখার জন্য নেমেছিল জনতার ঢল। জনতার এই আবেগের প্রতি সম্মান জানিয়ে মেহেদি হাসানের পরিবারও শেষবার গজল সম্রাটকে দেখার সুযোগ করে দেন। মেহেদি হাসানের মরদেহের প্রতি ভক্তদের ফুলেল শ্রদ্ধা নিবেদন ও যথাযোগ্য মর্যাদায় দাফনের সার্বিক ব্যবস্থাপনা সুশৃংখলভাবে পালন করেছে ডিএমসির কর্মীরা। পরিবার ও ভক্ত ছাড়াও মেহেদী হাসানের দাফনের সময় শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন পাকিস্তানের রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে বিশিষ্টজনেরা।

মেহেদি হাসান জন্মগ্রহণ করেন ১৯২৭ সালে ১৮ জুলাই ভারতের রাজস্থান রাজ্যের ঝুনঝুন জেলার লুনা গ্রামে। তার বাবা ওস্তাদ আজিম খান ও চাচা ওস্তাদ ইসমাইল খান ছিলেন নামকরা ধ্রুপদী গায়ক। তাদের কাছেই খুব অল্প বয়সে সঙ্গীতে তালিম নেন মেহেদি হাসান।

ভারত বিভাগের সময় পরিবারের সঙ্গে ২০ বছর বয়সী মেহেদি হাসান পাকিস্তানে চলে আসেন। এসময় আর্থিক অস্বচ্ছলতার কারণে তিনি মোটরসাইকেলের গ্যারেজে কাজ করেছেন বেশ কিছুদিন। ১৯৫৭ সালে পাকিস্তানের রেডিওতে গান গাওয়ার সুযোগ পান, সেই সাথে ঘুরে যায় তার ভাগ্যের চাকা। ওস্তাদ বরকত আলী খান, বেগম আখতার ও মুক্তার বেগমের সহযোগিতায় তিনি গজল জগতে নিজের প্রতিভার রোশনাই ছড়াতে শুরু করেন ষাটের দশকে। অসাধারণ গায়কীর কারণে গজলশিল্পী হিসেবে অল্প সময়েই তার পরিচিতি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। গজল আর মেহেদি হাসান হয়ে ওঠে পরস্পরের সমার্থক।

গজলসম্রাট মেহেদি হাসান বাঙালী অনুরাগীদেরও গভীরভাবে উপলব্ধি করতেন। তিনি বাংলাতেও বেশ কয়েকটি অসাধারণ গান গেয়েছেন। শিল্পী জীবনের বিভিন্ন সময় বাংলাদেশ সফরে এসে শ্রোতাদের মন মাতিয়েছেন গজলসন্ধ্যায়।

এক নজরে গজল সম্রাট

পুরো নাম : মেহেদী হাসান
ডাক নাম : খাঁ সাহাব
বাবার নাম : ওস্তাদ আজিম খান
জন্মস্থান : ভারতের রাজস্থান রাজ্যের ঝুনঝুন জেলা
পেশা : কণ্ঠশিল্পী ও সঙ্গীতপরিচালক
উপাধি : গজল সম্রাট
পুরস্কার : পাকিস্তানের ‘তামঘা-ই-ইমতিয়াজ’, ‘প্রাইড অব পারফরমেন্স অ্যাওয়ার্ড’, ‘হিলাল-ই-ইমতিয়াজ’, ‘নিগার ফিল্ম অ্যাওয়ার্ড’, ভারতের ‘সাইগাল অ্যাওয়ার্ড’, নেপালের ‘গোরখা-দাকশিনা-বাহু অ্যাওয়ার্ড’ এবং আরো অনেক সম্মাননা।

মেহেদি হাসানের সেরা ১০ অ্যালবাম
 
১. কেহে না উসে
২. নাজরান
৩. আন্দাজ-ই-মাস্তনা
৪. ক্লাসিক্যাল গজল-১,২,৩
৫. দিল জো রোতা হে
৬. গাহলিব গজল
৭. গজল ফর এভার-১ ও ২
৮. গোল্ডেন কালেকশন অব মেহেদী হাসান
৯. মেহেদি হাসান ফর এভার ১ ও ২
১০.গোল্ডেন গ্রেটস

মেহেদি হাসানের সেরা ১০ গজল

১. দুনিয়া কিসিসে পেয়ার নেহি
২. মহব্বত ক্যারনে ওয়ালে
৩. গুলমেঁ রঙব্যারে
৪. র‌্যাঞ্জসই স্যাহি
৫. বাত ক্যারনি মুজে মুশকিল
৬. হামে কই গম নেহি থা
৭. ইয়ারঁও কিসি কাতিলসে পেয়ার না মাঙো
৮. রাফতা রাফতা
৯. কিয়া টুটা হ্যাঁ আন্দার আন্দার
১০. রওশন জামালে ইয়ারসে

বাংলাদেশ সময় ০১৫৫, জুন ১৬, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক



ভারপ্রাপ্ত সম্পাদক : তৌহিদুল ইসলাম মিন্টু

ফোন: +৮৮০ ২ ৮৪৩ ২১৮১, +৮৮০ ২ ৮৪৩ ২১৮২ আই.পি. ফোন: +৮৮০ ৯৬১ ২১২ ৩১৩১ নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৬, +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪৩ ২৩৪৬
ইমেইল: [email protected] সম্পাদক ইমেইল: [email protected]
Marketing Department: +880 961 212 3131 Extension: 3039 E-mail: [email protected]

কপিরাইট © 2006-2025 banglanews24.com | একটি ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের (ইডব্লিউএমজিএল) প্রতিষ্ঠান