দুই লাখ ফ্ল্যাট, ৩০ হাজার প্লট তৈরির প্রস্তাব সাহারার!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম | আপডেট: ১৮:৫৫, মে ২৩, ২০১২

ঢাকা: নতুন ঢাকা প্রকল্পের নামে ঢাকার চারপাশে চারটি স্যাটেলাইট সিটি গড়ার প্রস্তাব দিয়েছে সাহারা ইন্ডিয়া পরিবার। এসব প্রকল্পে ঢাকার চারপাশে পৌনে দুই লাখ ফ্ল্যাট ও ১৮ হাজার প্লট নির্মাণ করবে প্রতিষ্ঠানটি।

প্রাথমিকভাবে কোম্পানিটি নিজেরাই ৮০ হাজার কোটি রুপি নিজস্ব বিনিয়োগ করতে চাইলেও সরকারের ইচ্ছা পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় প্রকল্প বাস্তবায়নের করা।

সেক্ষেত্রে বিনিয়োগ এবং প্রকল্প আকার আরো বড় হবে বলে ধারনা করা হচ্ছে। যাতে প্লট সংখ্যা ৫০ হাজার এবং ফ্লাট সংখ্যা তিন লাখ ছাড়িয়ে যেতে পারে।

বুধবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাহারার সঙ্গে সমঝোতা স্মারক সাক্ষরের আগে রাজউকও এমন একটি প্রকল্পের কথা বলেছিল।  রাজউকের ওই পরিকল্পনায় প্রাথমিকভাবে ঢাকার চারিদিকে মোট ৫ হাজার ৩৬৬ একর জমিতে চারটি স্যাটেলাইট সিটি নির্মাণের কথার কথা ছিলো।  ৪০ হাজার ৬৩৫ কোটি টাকা ব্যয়ে ১ লাখ ৬৯ হাজার ২১৬টি ফ্ল্যাট ও ১৭ হাজার ৯৬০টি প্লট তৈরির কথা ছিল এতে।

প্রকল্পগুলো হচ্ছে- সাভার স্যাটেলাইট সিটি, বংশী-ধামরাই স্যাটেলাইট সিটি, ইছামতী সিরাজদিখান গ্রিন স্যাটেলাইট সিটি এবং ধলেশ্বরী সিঙ্গাইর স্যাটেলাইট সিটি।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এসব প্রকল্প বাস্তবায়ন করবে বলে সে সময় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় উল্লেখ করে। এরপর সাহারা পরিবার নতুন ঢাকা প্রকল্প প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানোর পর গৃহায়ণ মন্ত্রণালয় নিজেরা প্লট বরাদ্দের পরিকল্পনা থেকে সরে এসে ফ্ল্যাট নির্মাণের প্রকল্প নেয় এবং সাহারার জন্য ঢাকার বাইরে সিটি নির্মাণের জমি বরাদ্দের সিদ্ধান্ত নেয়।

তবে গৃহায়ণ মন্ত্রণালয় সূত্র জানায়, রাজউকের আগের প্রকল্প পিপিপি আকারে সাহারার সঙ্গে একযোগে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে সরকারের। সে ক্ষেত্রে দেশি কোম্পানিরও এ বিশাল নির্মাণযজ্ঞে যোগ দেওয়ার সুযোগ রয়েছে।

এসব প্রকল্পের সম্ভাব্য স্থান হিসেবে ধরা হয়েছে মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইছামতী নদীর পাড়, ধামরাইয়ে বংশী নদীর পাড় এবং সিঙ্গাইরে ধলেশ্বরী নদীর পাড়। অন্য প্রকল্পের সম্ভাব্য স্থান হতে পারে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের কাছে সাভার পৌর এলাকার পাশের নিচু ও অব্যবহৃত জমি।

জানা গেছে এর অধিকাংশই সরকারি খাস জমি হওয়ায় জমি অধিগ্রহণে তেমন কোন বাধা নেই।

এসব স্যাটেলাইট সিটিতে আবাসনের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন, যোগাযোগ ব্যবস্থাসহ সব নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। প্লট ও ফ্ল্যাট তৈরি করে জনগণের কাছে বিক্রির প্রস্তাব করা হবে।

চার সিটির জন্য যে পরিমাণ জমি অধিগ্রহণের প্রস্তাব করা হয়েছে তার মধ্যে ৪০ শতাংশ জমিতে আবাসন এবং বাকি ৬০ শতাংশে অবকাঠামো সুবিধা নির্মাণের কথা বলা হয়েছে।

প্রকল্পের প্রতিটি ভবনে লিফট সুবিধাসহ রাস্তা কার্পেটিং, প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা, কালভার্ট, সীমানা প্রাচীর, বৈদ্যুতিক সাব স্টেশন, গ্যাস সংযোগ, স্ট্রিট লাইট-কম্পাউন্ড লাইট, মার্কেট, কাঁচাবাজার, কমিউনিটি সেন্টার, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, লেক, মসজিদ, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, বিদ্যুৎ্ উৎপাদন কেন্দ্রসহ অভ্যন্তরীণ বিদুৎব্যবস্থা থাকবে। প্রতিটি ভবনে লিফট, জরুরি নির্গমন সিঁড়ি, ভূমিকম্প নিরোধক ব্যবস্থা এবং এয়ার সার্কুলেশনের ব্যবস্থাসহ সব ধরনের নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। থাকবে পর্যাপ্ত গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা।

রাজউকের আগের পরিকল্পনায় এসব প্রকল্পের নক্শা ছিল নিন্মরূপ-

সাভার স্যাটেলাইট সিটি : ঢাকা-আরিচা মহাসড়কের সন্নিকটে সাভার পৌর এলাকার পাশে নিচু ও অব্যবহৃত ২ হাজার ৬০০ একর জমিতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। এতে ব্যয় হবে ১৩ হাজার ৪৩২ কোটি ৭৯ লাখ ৩ হাজার টাকা। প্রকল্পের আওতায় বিভিন্ন আয়তনের (২, ৩, ৫, ৭.৫ ও ১০ কাঠা) ৬ হাজার ৫২৫টি প্লট তৈরি করা হবে। বাণিজ্যিক প্লট থাকবে ২২১টি। এ ছাড়া ৩৭৩ দশমিক ৬৭ একর জমিতে এক লাখ বিভিন্ন সাইজের ফ্ল্যাট নির্মাণ করা হবে। ফ্ল্যাট থাকবে ১২৫০, ১০০০ ও ৮০০ বর্গফুটের। এ প্রকল্পে ফ্ল্যাটের প্রতিবর্গফুট দাম প্রস্তাব করা হয় ৪ হাজার ৫০০ টাকা।

ইছামতী-সিরাজদিখান গ্রিন স্যাটেলাইট সিটি : মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলায় ইছামতী নদীর তীরে ৯৬০ একর জমির ওপর এ প্রকল্প নির্মাণ করা হবে। প্রকল্পের ব্যয় হবে ৬ হাজার ৬৩৫ কোটি ৯৬ লাখ ৯৬ হাজার টাকা। প্লট থাকবে ৪ হাজার। প্লটের সাইজ হবে ১০, ৫ ও ৩ কাঠার। কাঠাপ্রতি দাম পড়বে ২ লাখ ৩০ হাজার টাকা। এখানে বেজমেন্টসহ ১৫ তলাবিশিষ্ট ১৪৩টি বিল্ডিংয়ে ২৪ হাজার ২৪টি ফ্ল্যাট নির্মাণ করা হবে। ফ্ল্যাট থাকবে ১২৫০, ১০০০ ও ৮০০ বর্গফুটের। ফ্ল্যাটগুলোর প্রতিবর্গফুট দাম প্রস্তাব করা হয় ৩ হাজার ৫০০ টাকা।

বংশী-ধামরাই স্যাটেলাইট সিটি : ঢাকা জেলার ধামরাই উপজেলায় ৬৯৩ একর জমির ওপর নির্মিত হবে এ সিটি। ব্যয় হবে ৭ হাজার ৯৩৯ কোটি ৯৭ লাখ ৩৮ হাজার টাকা। এ সিটিতে ১ লাখ ৭৩ হাজার ২৫০টি আবাসনের ব্যবস্থা হবে। এখানে ১০, ৫ ও ৩ কাঠার ২ হাজার ৮৫০টি প্লট হবে। প্লটের কাঠাপ্রতি দাম ধরা হয় ২ লাখ ৩০ হাজার। বেজমেন্টসহ ১৫ তলাবিশিষ্ট ভবন নির্মাণ হবে ১০৩টি। পাশাপাশি ফ্ল্যাট হবে ১৭ হাজার ৩০৪টি। ফ্ল্যাটের আকার হবে ১২৫০ থেকে ৮০০ বর্গফুটের। প্রতিবর্গফুট ফ্লাটের দাম ৩ হাজার ৫০০ টাকা।

ধলেশ্বরী-সিঙ্গাইর স্যাটেলাইট সিটি : মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার পাশে ধলেশ্বরী নদীর তীরে ১ হাজার ১১৩ একর জমির ওপর এ সিটি নির্মিত হবে। প্রকল্পের ব্যয় হবে ১২ হাজার ৬২৭ কোটি ৫ লাখ ৪৮ হাজার টাকা। প্লট থাকবে ৪ হাজার ৫৮৫টি। প্লটের সাইজ হবে অন্য দুই প্রকল্পের মতোই। কাঠাপ্রতি দাম পড়বে ২ লাখ ৩০ হাজার টাকা। বেজমেন্টসহ ১৫ তলাবিশিষ্ট ১৬৬টি ভবন নির্মাণ করা হবে। তৈরি হবে ১২৫০ থেকে ৮০০ বর্গফুটের প্রায় ২৭ হাজার ৮৮৮টি ফ্ল্যাট। প্রতিবর্গফুট ফ্ল্যাটের দাম ধরা হবে ৩ হাজার ৫০০ টাকা। এ সিটিতে ২ লাখ ৭৪ হাজার মানুষের আবাসনের ব্যবস্থা হবে।

সাহারা ইন্ডিয়ার সঙ্গে রাজউকের সমঝোতা অনুযায়ী রাজউক এ প্রকল্পগুলো সাহারার সঙ্গে পিপিপির মাধ্যমে করার পরিকল্পনা করছে। এ ক্ষেত্রে উপোরেল্লেখিত নক্শার পরিবর্তন হবে এবং প্রকল্পের আকারও বড় হবে।

তবে সাহারা ইন্ডিয়া পরিবার পিপিপিতে বিনিয়োগ করবে কিনা তা এখনো পরিষ্কার করেননি কোম্পনির প্রধান সুব্রত রায়।

 


বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, মে ২৩, ২০১২
আরএম/এমএমকে


ভারপ্রাপ্ত সম্পাদক : তৌহিদুল ইসলাম মিন্টু

ফোন: +৮৮০ ২ ৮৪৩ ২১৮১, +৮৮০ ২ ৮৪৩ ২১৮২ আই.পি. ফোন: +৮৮০ ৯৬১ ২১২ ৩১৩১ নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৬, +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪৩ ২৩৪৬
ইমেইল: [email protected] সম্পাদক ইমেইল: [email protected]
Marketing Department: +880 961 212 3131 Extension: 3039 E-mail: [email protected]

কপিরাইট © 2006-2025 banglanews24.com | একটি ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের (ইডব্লিউএমজিএল) প্রতিষ্ঠান